মৃত অগ্নিবীরের প্রাপ্য সম্মান চান শোকার্ত বাবা

Must read

প্রতিবেদন : অগ্নিবীর (Agniveer dies) বলে কি তিনি দেশের জন্য লড়াই করেননি নাকি তাঁর মৃত্যু সম্মানের যোগ্য নয়? প্রশ্ন তুলেছেন জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত অগ্নিবীর অজয় সিং-এর শোকার্ত বাবা। তাঁর নাম চরণজিৎ সিং কালা, তিনি একজন খেটে খাওয়া শ্রমিক। সেই অর্থে কোনও সম্পত্তি নেই। আর্থিক সমস্যা মেটাতে ২০২২ সালে অগ্নিবীর হিসাবে সেনাবাহিনীতে যোগদান করেছিলেন ছেলে অজয়। তাঁর মৃত্যুতে বিপর্যস্ত পরিবার। যেহেতু এটি চুক্তিভিত্তিক নিয়োগ তাই সেনার সমান সম্মান অগ্নিবীরেরা (Agniveer dies) পাচ্ছেন না। এই নিয়েও আগেও বিতর্ক হয়েছে। এবার মৃত শহিদের বাবাও একই অভিযোগ তুললেন।

আরও পড়ুন- মাঝ আকাশে মহা অঘটন, কার্গো বিমানে আগুন

চরণজিৎ সিং কালা জানান, তাঁর ছেলে দেশের জন্য লড়াই করতে গিয়ে শহিদ হয়েছেন। তাই অন্যান্য সেনার মতো প্রাপ্য সম্মান থেকে অজয় যাতে বঞ্চিত না হন সেদিকে কেন্দ্রকে নজর রাখতে হবে। এটা যদি বিজেপি সরকার না করে তাহলে সেটা চূড়ান্ত অবিচার হবে। অজয়ের কাকা বলবিন্দর সিং বলেছেন যে দেশের জন্য তাঁদের ছেলেকে মৃত্যুবরণ করতে হয়েছে সেই দেশের সরকারের উচিত মৃত শহিদের পরিবারের দায়িত্ব নেওয়া। তাঁদের আশা, পাঞ্জাব সরকার অন্তত বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করবে।

Latest article