মাঝ আকাশে মহা অঘটন, কার্গো বিমানে আগুন

মিয়ামি বিমানবন্দরে জরুরি অবতরণ

Must read

প্রতিবেদন : মাঝ আকাশে মহা অঘটন। অন্যান্যদিনের মতো বৃহস্পতিবারেও নির্ধারিত সময়ে গন্তব্যের দিকে পাড়ি দিয়েছিল অ্যাটলাস এয়ারের একটি কার্গো বিমান। প্রাথমিকভাবে সব স্বাভাবিক ছিল। আচমকাই বিমানে আগুন (Boeing cargo plane- fire) ধরে যায়। একেবারের সিনেমার মতো দৃশ্য! আকাশ থেকে আগুনের ফুলকি ঝরে পড়তে দেখা যায়। এরপরই বোয়িং ৭৪৭-৮ মডেলের বিমানটির জরুরি অবতরণ করানো হয় মিয়ামি বিমানবন্দরে। বিমানের এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার সময় বিমানে কতজন ক্রু মেম্বার ছিলেন বা তাঁদের কী অবস্থান ছিল সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন- প্যারোলে মুক্ত ধর্ষক রাম রহিম, দু’মাসের মধ্যে ফের ৫০ দিনের ‘ছুটি’

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চারটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা চালিত বিমানের বাঁদিকের ডানা আগুনে পুড়ছে (Boeing cargo plane- fire)। সেখান থেকে বড় বড় ফুলকি ঝরে পড়ছে। রাত সাড়ে ৮টা নাগাদ যখন বিমান ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন ক্রুরা কন্ট্রোল টাওয়ারকে আগুন লাগার সম্ভাবনার কথা অবগত করেছিলেন বলে খবর। অ্যাটলাস এয়ার জানিয়েছে, কী কারণে এই দুর্ঘটনা তা তদন্ত করে দেখা হবে।

Latest article