আজ, ভোররাতে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নেতাড়া স্টেশনের কাছে একটি বাজারে অগ্নিকাণ্ড। এই আগুনের ফলে ভস্মীভূত একটি চামড়ার কারখানা (Leather factory)। সেখানে ছিল খাবারের হোটেল-সহ বেশকয়েকটি দোকান। ভোর তিনটে নাগাদ প্রথমে একটি ফলের দোকানে আগুন লাগে। খবর পেয়ে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তারা এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হোটেলের ভেতরে থাকা গ্যাস সিলেন্ডার ফেটে গিয়েই আগুন এইভাবে দ্রুত ছড়িয়ে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোন খবর নেই। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। মনে করা হচ্ছে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে এভাবে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে হবে এমনটাই মনে করছে স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন-স্টেশনে ভিক্ষা করেই কোটি টাকার ব্যাঙ্ক ব্যালান্স!
স্থানীয় বাসিন্দারা প্রথমে বুঝতে না পারলেও বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। দমকলে খবর দেওয়া হয়। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তিন ঘন্টার চেষ্টায় কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। গোটা এলাকায় এখন চামড়া পোড়ার গন্ধ। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই কথা বলছেন দমকল কর্মীরা।