মারাত্মক পরিমাণ শীত ও তুষার ঝড়ের (Snowstorm) ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে (US) কমপক্ষে ৫০ জন মৃত। উত্তর মেরুর আর্কটিক অঞ্চল থেকে প্রচন্ড উত্তরে হাওয়া বইছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তাপমাত্রা অনেকটাই কমেছে। তীব্র শৈত্যপ্রবাহের জেরে বরফ পড়েছে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৫০টি অঞ্চলে। জানা গিয়েছে, ব্যাপক তুষারপাত এবং বৃষ্টির ফলে বহু মানুষ হাইপোথার্মিয়াতে আক্রান্ত হচ্ছে। শুধু তাই নয়, এই অবস্থায় লক্ষ লক্ষ ঘরবাড়ি ও বাণিজ্য কেন্দ্র বিদ্যুৎহীন হয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আবহাওয়া দফতর ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই মর্মে জানিয়েছে, আপাতত এই আবহাওয়া উন্নতির কোনও সম্ভাবনা নেই। শীতের ফলে যুক্তরাষ্ট্র জুড়ে বিদ্যুতের চাহিদা অনেকটা বেড়েছে এবং বিদ্যুৎ যোগান দিতে বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলোর রীতিমত কপালে ভাঁজ পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, ‘দেশজুড়ে তুষারঝড় শৈত্যপ্রবাহ চলছে। শৈত্যপ্রবাহের গুরুতর পর্যায় যদিও এখনও শুরু হয়নি। আরও কয়েকদিন পর সম্ভবত আমরা সেই পর্বে প্রবেশ করতে চলেছি।’
আরও পড়ুন-পাকুয়াহাট কলেজে চালু সাঁওতালি অনার্স
দক্ষিণপূর্বের রাজ্য টেনেসে-তে মৃত্যু হয়েছে ১৪ জনের। পেনসালভেনিয়ার হাইওয়ে দিয়ে মক্কা থেকে ফেরার পথে পাঁচ মহিলার মৃত্যু হয়েছে। ওরেগনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। দেশের প্রায় সব অঞ্চল থেকে মৃত্যুর খবর আসছে। নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো জনবহুল জায়গাতেও বহু মানুষের মৃত্যু হয়েছে। পাঁচদিন টানা বরফ পড়ার পর নিউ ইয়র্কে প্রায় দুই মিটার বরফ জমে গিয়েছে।
আরও পড়ুন-অনুষ্টুপের ব্যাটে এগোচ্ছে বাংলা
জানা যাচ্ছে, শুক্রবার ১১০০ বিমান বাতিল হয়েছে ও ৮০০০ বিমান লেট করেছে। প্রায় প্রতিটি রাজ্য থেকে বিমান বাতিল করা হয়েছে। বেশিরভাগই শিকাগো থেকে আসা বিমান বাতিল হয়েছে। শুক্রবার সন্ধ্যে পর্যন্ত প্রায় ২ লক্ষের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। এছাড়াও পূর্ব লোয়া, দক্ষিণ উইসকনসিস, উত্তর ইলিনয়, সহ মধ্যম পশ্চিমাঞ্চলের রাজ্যগুলিতে ৬ থেকে ১০ ইঞ্চির মত তুষার জমে গিয়েছে। সপ্তাহের শেষে যে পরিস্থিতি আরও খারাপ হবে, এমনই আশঙ্কা করা হচ্ছে।