পাকুয়াহাট কলেজে চালু সাঁওতালি অনার্স

পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, সাঁওতালি ভাষায় অনার্স চালু করার সবুজ সংকেত দিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর। ভর্তি নেওয়া শুরু হয়েছে।

Must read

সংবাদদাতা, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদহের বামনগোলার পাকুয়াহাট ডিগ্রি কলেজে চালু হল সাঁওতালি ভাষায় অনার্স। ইতিমধ্যেই পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। আদিবাসী পড়ুয়ারা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠনপাঠন এবং ওই ভাষার অনার্স কোর্স চালু করার দাবি তুলেছিলেন। অনার্স চালু হওয়ায় খুশি তাঁরা।

আরও পড়ুন-অনুষ্টুপের ব্যাটে এগোচ্ছে বাংলা

পাকুয়াহাট ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালুর সবুজ সংকেত দিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর। ইতিমধ্যেই পাকুয়াহাট ডিগ্রি কলেজে ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। উত্তরবঙ্গের এই প্রথম মালদহ জেলাতে সাঁওতালি ভাষায় অনার্স চালু হল। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি সাঁওতালি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। মালদহ জেলার আদিবাসী অধ্যুষিত ব্লক বলতে হবিবপুর, বামনগোলা, গাজোল। আদিবাসী যুবক-যুবতীরা দীর্ঘদিন ধরে সাঁওতালি ভাষায় পঠন-পাঠন এবং ওই ভাষার অনার্স কোর্স চালু করার দাবি তুলেছিলেন। পড়ুয়াদের দাবিকে মান্যতা দিয়ে কিছুদিন আগে পাকুয়াহাট ডিগ্রি কলেজে কর্তৃপক্ষ রাজ্য উচ্চশিক্ষা দফতরের কাছে সাঁওতালি ভাষায় অনার্স কোর্স চালু করার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব অনুমোদিত হয়েছে ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে। সিট সংখ্যা মাত্র ৩০টি। ইতিমধ্যেই ২৮ জন ভর্তি হয়েছে। এ বিষয়ে পাকুয়াহাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজন ঘোষ বলেন, সাঁওতালি ভাষায় অনার্স চালু করার সবুজ সংকেত দিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর। ভর্তি নেওয়া শুরু হয়েছে।

Latest article