প্রতিবেদন : জমে উঠেছে বই-পার্বণ (Kolkata Book Fair)। সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একে তো জমিয়ে শীত পড়েছে, তার পরে প্রথম রবিবার। সব মিলিয়ে মেলায় প্রায় পাঁচ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিটি স্টলে দীর্ঘ লাইন চোখে পড়ে। লিটল ম্যাগাজিন চত্বরে ভিড় ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগ স্টলে বিক্রিও হয়েছে ভাল (Kolkata Book Fair)। শুধু শহর নয় জেলা থেকেও দলে দলে এসেছেন বইপ্রেমীরা। ভিড়ের কারণে চলাফেরাই কঠিন হয়ে পড়ে। বিকেল গড়াতে ভিড়ও বাড়ে। হিমশিম খান স্টলের কর্মীরা। মেলায় কেউ এসেছিলেন বন্ধুবান্ধবের সঙ্গে, কেউ সপরিবার, আবার কেউ একাই। লিটল ম্যাগাজিনের যাঁরা স্টল দিয়েছেন, তাঁদের বক্তব্য, যে পরিমাণ লোক এসেছেন, সেই তুলনায় বিক্রি হয়নি। তবে তাঁরা হতাশ নন। মেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রোও।
আরও পড়ুন-এলাকাতেই থাকুন, কর্মীদের কড়া নির্দেশ রাজ্য প্রশাসনের