আজ প্র্যাকটিস শুরু মোহনবাগানের, কামিন্সদের ভবিষ্যৎ ঠিক করবেন হাবাস

Must read

প্রতিবেদন : ডার্বি হেরে সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার ধাক্কা সামলে সোমবার থেকে ফের মাঠে নেমে পড়ছে মোহনবাগান (Mohun Bagan)। আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হবে ফেব্রুয়ারিতে। কোচের হটসিটে ফিরে অ্যান্তোনিও লোপেজ হাবাস দল নিয়ে তারই প্রস্তুতি শুরু করে দিচ্ছেন। আগে সিনিয়র দলের কোচ থাকাকালীন মোহনবাগান মাঠে অনুশীলন করাতে চাইতেন না। এবারও তাই। সোমবার থেকে হাবাস দলকে অনুশীলন করাবেন যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডেই। সকালেই দিমিত্রি পেত্রাতোস, কিয়ান নাসিরিদের ট্রেনিং সেশন।

আইএসএলে হারের হ্যাটট্রিকের পর কোচ জুয়ান ফেরান্দোর বিদায়, ডার্বি হেরে সুপার কাপ থেকে ছিটকে যাওয়া। জেসন কামিন্স, হুগো বুমোস, আর্মান্দো সাদিকুর পারফরম্যান্স নিয়ে ম্যানেজমেন্টের উপর চাপ ক্রমশ বাড়ছে। ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রান্সফার উইন্ডো। এরমধ্যে কামিন্স, হুগোদের নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ হাবাস। ক্লাব সূত্রে খবর, হাবাস দিন সাতেক সময় নিয়েছিলেন। সুপার কাপ দেখে এবং ফ্রি-এজেন্ট হিসেবে দেশি-বিদেশি ফুটবলারের নাম শর্ট-লিস্ট করার কথা স্প্যানিশ কোচের। কিন্তু ফুটবলার পরিবর্তন করবেন কি না, তা এখনও ক্লাব ম্যানেজমেন্টকে জানাননি হাবাস। তাই কোচের সিদ্ধান্তের অপেক্ষায় মোহনবাগান (Mohun Bagan) কর্তারা।
আইএসএলের ফিরতি ডার্বি হওয়ার কথা ফেব্রুয়ারির শুরুতেই। কিন্তু এফএসডিএল এখনও সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এশিয়ান কাপ খেলে তার মধ্যেই মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদরা। আনোয়ার আলি বল পায়ে হালকা অনুশীলন শুরু করেছেন। এদিকে বুধবার জামশেদপুরের বিরুদ্ধে সুপার কাপ সেমিফাইনালে কার্ড সমস্যার কারণে বোরহাকে পাবে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- এলাকাতেই থাকুন, কর্মীদের কড়া নির্দেশ রাজ্য প্রশাসনের

Latest article