প্রতিবেদন : ফের ডবল ইঞ্জিন রাজ্যকে অনেক পিছনে ফেলে এগিয়ে বাংলা। চলতি আর্থিক বছরে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ খরচের নিরিখে এরাজ্য গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছেছে। বরাদ্দ টাকার ৬০ শতাংশই ইতিমধ্যে খরচ করেছে বাংলা। বহু যোজন পিছিয়ে আছে গুজরাত, মধ্যপ্রদেশের মতো বিজেপিশাসিত রাজ্য। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে তেলেঙ্গানা এবং অরুণাচল প্রদেশ। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
আরও পড়ুন-খরচ ২৬ কোটি নিউ মার্কেট সংস্কার করবে কলকাতা পুরসভা
ওই রিপোর্টে প্রকাশ, ইতিমধ্যেই এ রাজ্যে অর্থ কমিশনের ২০২৩-২৪ আর্থিক বছরের বরাদ্দের ৬০ শতাংশ টাকা খরচ করা হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, গত দুই অর্থবর্ষে অর্থ কমিশনের টাকায় রাজ্যে দ্রুততার সঙ্গে কাজ হয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন খাতে বাংলা প্রায় ৪,৮০০ কোটি টাকার বেশি অর্থ পেয়েছিল। তার মধ্যে সাড়ে তিন হাজার কোটিরও বেশি টাকা খরচ করে ফেলেছে বাংলা। নিয়ম অনুযায়ী, বছরে অর্থ কমিশন থেকে পাওয়া মোট টাকার ৬০ শতাংশ ব্যয় করতেই হয়। কেন্দ্রের রিপোর্ট বলছে, ডাবল ইঞ্জিন সরকার-সহ দেশের বহু রাজ্য এখনও ৬০ ভাগ টাকা খরচ করতে পারেনি। ২৩-২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, খরচের নিরিখে বিজেপি শাসিত গুজরাত, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র এবং বিহারের মতো রাজ্যগুলি তালিকায় রয়েছে একেবারে নিচের দিকে।