খরচ ২৬ কোটি নিউ মার্কেট সংস্কার করবে কলকাতা পুরসভা

আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে সংস্কার। ২ বছর ধরে ঘষেমেজে নয়া রূপ দেওয়া হবে ব্রিটিশ আমলের এই হেরিটেজ বাজারটিকে।

Must read

প্রতিবেদন : ১৫০ বছরে পা দিল কলকাতার ঐতিহ্যবাহী এস.এস হগ মার্কেট। চলতি বছরই শহরবাসীর প্রিয় নিউ মার্কেটের সার্ধশতবর্ষ উপলক্ষে বাজারটিকে ঢেলে সাজাচ্ছে কলকাতা পুরসভা। এর জন্য রাজ্য সরকারের তরফে মিলেছে ২৬ কোটি টাকার অনুমোদন। আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে সংস্কার। ২ বছর ধরে ঘষেমেজে নয়া রূপ দেওয়া হবে ব্রিটিশ আমলের এই হেরিটেজ বাজারটিকে।

আরও পড়ুন-উত্তরপাড়ায় মাইকেলের জীবনী নিয়ে প্রদর্শনী

শতাব্দীপ্রাচীন নিউ মার্কেটে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন, সেই নিয়ে সম্প্রতি একটি সমীক্ষা করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই গাইডলাইন মেনেই নিউমার্কেটের সংস্কার করবে পুরসভা। গত সপ্তাহেই পুরসভায় মেয়র পারিষদের বৈঠকে এর জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে ২৬ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নামেই বামঘাঁটি, জেএনইউতে বিনা বাধায় রামের অনুষ্ঠান, বাম ছাত্রনেতাদের ভূমিকা ঘিরে প্রশ্ন

পাশাপাশি, ৯ বছর ধরে বন্ধ থাকার পর ঘুরবে হগ মার্কেটের সুপ্রাচীন বিশাল ঘড়ির কাঁটাও। এই নিয়ে বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি জানান, একটি বেসরকারি সংস্থা চিঠি দিয়ে ওই ঘড়িটিকে সারানোর প্রস্তাব দিয়েছে। ঐতিহ্য ও গরিমা বজায় রেখেই ঘড়িটিকে প্রযুক্তির মাধ্যমে চালু করা হবে। ২০১৭-১৮ সালে ঘড়িটিকে সারানোর অনেক চেষ্টা করেছি। কিন্তু বহু পুরনো ওই ঘড়ির কোনও যন্ত্রাংশ এখন আর বাজারে পাওয়া যায় না। তাই ওই সময় ঘড়িটিকে সারানো যায়নি। প্রসঙ্গত, ১৮৭৪ সালে নিউমার্কেট তৈরির সময়ই লন্ডনের ‘বিগবেন’-এর আদলে সুদূর ইংল্যান্ড থেকে আনিয়ে ঘড়িটিকে ৫০ ফুট উঁচু একটি গম্বুজে বসানো হয়। দীর্ঘ ১৪০ বছর ধরে শহরকে সঠিক সময় জানিয়ে ২০১৫ সালে হঠাৎই অচল হয়ে যায় ঘড়িটির কাঁটা।

Latest article