সংবাদদাতা, পূর্ব বর্ধমান : আজ, বুধবার বর্ধমানের গোদার মাঠে জেলার প্রশাসনিক বৈঠকে করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে তৈরি হয়ে আছে জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে জেলা জুড়ে সাজ সাজ রব। প্রস্তুত দলের নেতা-কর্মীরাও। প্রশাসনিক বৈঠক থেকে ৮৩৬ কোটি টাকার ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। বর্ধমান-আরামবাগ ২৬ কিমি রাস্তার সংস্কার ও সম্প্রসারণ হবে ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকায়। কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি হুগলি ও বাঁকুড়ার বহু মানুষ উপকৃত হবেন।
আরও পড়ুন-জওয়ানদের ফিরিয়ে আনতে মিজোরামে দুর্ঘটনার কবলে মায়ানমারের বিমান
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। ৪ কোটি টাকায় ছাত্রাবাস হবে চাঁচাই গ্রামে। ইডেন খালের উপর সেতু তৈরির কাজের সূচনাও করবেন তিনি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে ৪৮৯টি প্রকল্পের উদ্বোধন হবে। ৩৫৫ কোটি ৬৩ লক্ষ টাকায় এই প্রকল্পগুলির কাজ শেষ হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের কোভিড হাসপাতালের উদ্বোধন হবে। এছাড়া সংস্কার হওয়া ৩৯০টি রাস্তারও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, বুধবার জেলার ৩ লক্ষ ২৬ হাজার ২৮১ জন উপভোক্তাকে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী নিজেই পূর্ব বর্ধমানের ৩০ ও পশ্চিম বর্ধমানের ২০ উপভোক্তার হাতে পরিষেবা তুলে দেবেন। পাশাপাশি পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিম বর্ধমানের আধিকারিক এবং জনপ্রতিনিধিরাও মঞ্চে থাকবেন। এবার জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি রাস্তার শিলান্যাস ও উদ্বোধন করবেন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে জেলার বাসিন্দারা বেহাল রাস্তা নিয়ে অভিযোগ করার পর রাস্তাগুলি চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত হয়।
আরও পড়ুন-কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন, নির্বাচনের আগে রাজনৈতিক চমক?
এছাড়া জল জীবন মিশন প্রকল্পের কাজও বিভিন্ন জায়গায় উদ্বোধন ও শিলান্যাস হবে। তবে দামোদরের উপর সেতু তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেন কি না সেদিকেই তাকিয়ে জেলাবাসী। কৃষক সেতুর বিকল্প নির্মাণ নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। কালনায় ভাগীরথী নদের উপর সেতু নির্মাণের কথাও রয়েছে। জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ। এই সেতু নির্মাণ নিয়ে মুখ্যমন্ত্রী আজ কোনও বার্তা দেন কি না তা জানতেও উৎসাহী জেলাবাসী। এই সেতু নির্মাণ হলে পূর্ব বর্ধমানের পাশাপাশি নদিয়ার বাসিন্দারাও উপকৃত হবেন। আজকের সভা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। ইতিমধ্যে হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পূর্ণ। দফায় দফায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারেরা।