কর্পূরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন, নির্বাচনের আগে রাজনৈতিক চমক?

লক্ষ্য লোকসভা ভোট?

Must read

প্রতিবেদন : লক্ষ্য লোকসভা ভোট? বিহারে লোকসভা নির্বাচনে মহাজোটকে পরাস্ত করার ঘোষণা করেছেন বিজেপি নেতারা। এবার বিহারী আবেগ উসকে দিতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে। লোকসভা নির্বাচন যখন আসন্ন ঠিক সেই সময়েই কেন্দ্রীয় সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন-ভারত-পর্বেও নেই বাংলার ট্যাবলো

কর্পূরী ঠাকুর দেশের পিছিয়ে পড়া শ্রেণিকে সমর্থন করার জন্য পরিচিত ছিলেন। ১৯৭০ সালে বিহারের মুখ্যমন্ত্রী হন তিনি। বুধবার কর্পূরী ঠাকুরের ১০০তম জন্মবার্ষিকীর আগেই ঘোষণা করা হয় যে তাঁকে মরণোত্তর ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে। উল্লেখ্য, নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার দাবি আগেই জানিয়েছিল। এই ঘোষণার পর মোদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জেডিইউ।

আরও পড়ুন-শহরের ফুটপাথ দখলদার মুক্ত করার উদ্যোগ পুরসভার

কর্পূরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর বলেন, ৩৬ বছরের তপস্যার ফল আমরা পেয়েছি। আমি আমার পরিবার এবং বিহারের ১৫ কোটি মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। এই সিদ্ধান্তের পর বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশের সম্পর্ক কোন খাতে বয় সেদিকে নজর রেখেছে রাজনৈতিক মহল।

Latest article