শহরের ফুটপাথ দখলদার মুক্ত করার উদ্যোগ পুরসভার

সম্প্রতি পুরসভা-পুলিশ-টিভিসি ত্রিপাক্ষিক বৈঠকে পুরসভার ও কমিটি যৌথভাবে এরকম ১৮৯২টি রাস্তাকে নন-হকিং জোনের আওতায় এনে তালিকা তৈরি করেছে

Must read

প্রতিবেদন : শহর থেকে বেআইনি জবরদখলকারীদের সরাতে যৌথভাবে কাজ করছে কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটি বা টিভিসি। এবার কোন রাস্তায় হকার বসবে এবং কোন রাস্তা হবে হকার ফ্রি জোন, তা নির্দিষ্ট করে দিল টিভিসি। সম্প্রতি পুরসভা-পুলিশ-টিভিসি ত্রিপাক্ষিক বৈঠকে পুরসভার ও কমিটি যৌথভাবে এরকম ১৮৯২টি রাস্তাকে নন-হকিং জোনের আওতায় এনে তালিকা তৈরি করেছে। ওই রাস্তাগুলি ছাড়া কলকাতার বাকি সমস্ত ছোট-বড় রাস্তাকে হকিং জোনের মধ্যে রাখা হয়েছে।

আরও পড়ুন-মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার, ৮ লক্ষ কোটির ক্ষতি

মূলত, যেসব রাস্তার পাশে ফুটপাথ নেই বা ৫ ফুটের কম ফুটপাথ রয়েছে তা হকারির জন্য উপযুক্ত নয়। পুরসভার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে ওই ১৮৯২টি হকার ফ্রি রাস্তার তালিকা। সেখান থেকে রাস্তাগুলির বিস্তারিত তথ্য দেখে বেআইনি ফুটপাথ দখলদারি বা ব্যবসা করার কোনও অভিযোগ থাকলে জানাতে পারেন সাধারণ মানুষ। টিভিসি-র নির্দেশিকায় বলা হয়েছে, অভিযোগ থাকলে নির্দেশিকা প্রকাশের একমাসের মধ্যে চিঠি বা ই-মেল মারফত কলকাতা পুরসভা বা ভেন্ডিং কমিটিকে জানানো যাবে। কমিটির সদস্য শক্তিমান ঘোষ জানান, কলকাতার যে রাস্তায় হকার আছে তাকে হকিং জোন ও যেখানে নেই তাকে নন-হকিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসএন ব্যানার্জি রোড, রাসবিহারী, ইন্দিরা গান্ধী সরণি, সার্দান অ্যাভিনিউয়ের মতো কলকাতার কিছু রাস্তাকে নন-ভেন্ডিং জোনের আওতায় ফেলা হয়েছে। এছাড়াও যে কোনও রাস্তার পিচের অংশে কঠোরভাবে হকারিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Latest article