ভারত-পর্বেও নেই বাংলার ট্যাবলো

শুধু বাংলা নয়, বাদ পড়েছে দিল্লি, পাঞ্জাব, কেরলের ট্যাবলোও। অর্থাৎ যেসব রাজ্যে বিরোধী জোট ক্ষমতায় রয়েছে, তাদের ট্যাবলোই বাদের তালিকায়

Must read

প্রতিবেদন : পরপর তিনবার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাংলার ট্যাবলো। ভারত-পর্বেও প্রদর্শন করা গেল না বাংলার ট্যাবলো। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিশ্বের দরবারে প্রশংসিত কন্যাশ্রীকে মূল থিম করে নারীশিক্ষার ওপর ট্যাবলো করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এবারও সেই ট্যাবলো বাদ পড়েছে। শুধু বাংলা নয়, বাদ পড়েছে দিল্লি, পাঞ্জাব, কেরলের ট্যাবলোও। অর্থাৎ যেসব রাজ্যে বিরোধী জোট ক্ষমতায় রয়েছে, তাদের ট্যাবলোই বাদের তালিকায়।

আরও পড়ুন-শহরের ফুটপাথ দখলদার মুক্ত করার উদ্যোগ পুরসভার

বাংলা কন্যাশ্রী প্রকল্প দেশের মধ্যে অসাধারণ এক উদাহরণ। সেই মতো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কন্যাশ্রীর ট্যাবলো করতে চায় বাংলা। কিন্তু দেশের সামনে বাংলার সেই সাফল্যের প্রদর্শন হোক চায়নি কেন্দ্র। সাধারণতন্ত্র দিবসে রাজধানীর কর্তব্যপথের কুজকাওয়াজে বাংলার ট্যাবলো দেখানোর আবেদন আগেই খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। দিল্লিতে রাজ্যের রেসিডেন্ট কমিশনে মেল করে সেকথা জানিয়েছে কেন্দ্র। মোদি সরকারের দশ বছরে এই নিয়ে তৃতীয়বার সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাতিল করা হল বাংলার ট্যাবলো। যে সমস্ত ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাতিল করা হয়েছে তাদের লালকেল্লার সামনে ভারত পর্বে প্রদর্শনের প্রস্তাব দেয় কেন্দ্র। যদিও রাজ্য সরকারের তরফে পরবর্তী পদক্ষেপ হিসাবে সিদ্ধান্ত নেওয়া হয় ভারতপর্বেও প্রদর্শন করা হবে না
বাংলার ট্যাবলো। দিল্লির রেসিডেন্ট কমিশনের তরফে পুরো বিষয়টি রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরকে জানানোর পরই সেখান থেকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রের তরফে অবশ্য সাফাই, ২০২৪ সালের সাধারণতন্ত্র দিসবের থিমের সঙ্গে মানানসই নয় বলেই সংশ্লিষ্ট রাজ্যগুলির ট্যাবলো বাতিল করা হয়েছে।

Latest article