মোদির সোলার প্যানেলের প্রতিশ্রুতি ‘জুমলা’, কটাক্ষ করলেন খাড়গে

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রতিশ্রুতির ফুলঝুরি ছোটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দির প্রতিষ্ঠায় পুরোহিতদের ব্যাকফুটে রেখে ধর্ম নিয়ে তাঁর রাজনীতি শেষ হতে না হতেই ‍‘প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা’র ঘোষণা করলেন তিনি। এই নিয়ে ধেয়ে এসেছে বিরোধীদের কটাক্ষ। কেন্দ্রের তরফে প্রচার, এই প্রকল্পের অধীনে দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে ‍‘জুমলা’ (Jumla) বলে কটাক্ষ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনের কথা মাথায় রেখেই মোদি একাধিক প্রতিশ্রুতির নামে মানুষকে ভাঁওতা দিচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। এ-বিষয়ে কংগ্রেস সভাপতি বলেন, প্রধানমন্ত্রী ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের নতুন লক্ষ্য ঘোষণা করেছেন। কিন্তু বাস্তব চিত্রটা হল, গত ১০ বছরের বিজেপি শাসনে ১০ লক্ষ বাড়িতেও ছাদে সোলার প্যানেল স্থাপন করা হয়নি। এর আগে মোদি সরকার ২০২২ সালের মধ্যে ৪০ গিগাওয়াট ছাদে সৌর প্যানেল স্থাপনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি। এবারও সেই একই স্ট্র্যাটেজি ধরে ভোট বৈতরণি পার করার আশা করছে বিজেপি। এটা ‍‘জুমলা’ (Jumla) ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন- ঘুষ চাইলে থাপ্পড় মারুন মুখ্যমন্ত্রী

Latest article