ঘুষ চাইলে থাপ্পড় মারুন মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : কেউ ঘুষ চাইলে এবার থাপ্পড় মারুন, নিদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বুঝিয়ে দিলেন অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় হাতে গোনা কিছু স্থানীয় স্তরের নেতাদের অসাধু কাজকর্মের প্রভাব এসে পড়ছে উপরমহলে। এবার তাতে রাশ টানতে আরও কড়া হলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, যদি কেউ পয়সা চায়, ধরে দুটো থাপ্পড় দিন। থানায় গিয়ে একটা ডায়েরি করুন। আমরা টোল ট্যাক্স বন্ধ করে দিয়েছি মাছ, সবজি ব্যবসায়ীদের জন্য। কেউ যদি টোল ট্যাক্স চায় তাহলে ডায়েরি করুন। এরপরেই তিনি বলেন, স্থানীয় স্তরে কেউ কেউ ভুলত্রুটি করতে পারে, সেই সমস্যা দুয়ারে সরকারে গিয়ে সামলে নিন। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বুথে বুথে সরকারি আধিকারিকরা যাবেন, এখনও কেউ বঞ্চিত হয়ে থাকলে, নাম লেখান। আমরা পুরোটা দেখে নেব।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে মুর্শিদাবাদে দেওয়াল লিখন শুরু তৃণমূলের

Latest article