মুখ্যমন্ত্রীর বার্তা পেয়ে মুর্শিদাবাদে দেওয়াল লিখন শুরু তৃণমূলের

বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের (TMC- Murshidabad) কোনও সম্পর্ক নেই। বুধবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়ে দেওয়ার পরই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় তৃণমূলের হয়ে দেওয়াল লেখার কাজে জোরকদমে নেমে পড়েন দলের কর্মী-সমর্থকেরা।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। রাজ্যে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আসছে, অথচ কংগ্রেসের তরফ থেকে তাঁকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। বুধবার তাঁর এই বার্তা পাওয়ার পরই লোকসভা ভোট নিয়ে দলীয় প্রচারে নেমে পড়েন নেতা-কর্মীরা। প্রসঙ্গত, শুক্রবার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সময়ও মুখ্যমন্ত্রী জেলার নেতাদের মুর্শিদাবাদের (TMC- Murshidabad) তিনটি লোকসভা আসনে দলকে লড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সহ-সভাপতি সুভাষ লালা বলেন, দলনেত্রীর নির্দেশের পর ইতিমধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল পুরোদমে নির্বাচনী প্রচার ও প্রস্তুতি শুরু করে দিয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৮৫টি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটির বুথ ধরে দেওয়াল লেখার কাজ শুরু করে দিয়েছেন দলের কর্মীরা। বুধবার লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তে দেওয়াল লেখা চলছে। ইতিমধ্যেই জঙ্গিপুর এবং সুতি বিধানসভা কেন্দ্রে দেওয়াল লেখার কাজ বেশ কিছুটা এগিয়েছে। পাশাপাশি লালগোলা এবং খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে দলের কর্মীদের নিয়ে পঞ্চায়েত সমিতির আসনভিত্তিক কনভেনশন করা হচ্ছে। নবগ্রাম বিধানসভা কেন্দ্রে বুথকর্মী সম্মেলনের পর অঞ্চলকর্মী সম্মেলনের কাজ চলছে।
লোকসভা নির্বাচনের ভোটপ্রস্তুতি খতিয়ে দেখার জন্য ২৮ জানুয়ারি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সাংগঠনিক জেলার সব বিধায়ক এবং ব্লক সভাপতিদের নিয়ে দলীয় কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ নিষিদ্ধ একাধিক দেশে, মুক্তির আগেই ধাক্কা!

Latest article