হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ নিষিদ্ধ একাধিক দেশে, মুক্তির আগেই ধাক্কা!

Must read

প্রতিবেদন : পুলওয়ামার ঘটনা আর পাকিস্তানের বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইকের উপর ভিত্তি করে তৈরি হৃত্বিক-দীপিকার ‘ফাইটার’ (Fighter) বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে। কিন্তু শুরুতেই ‘ধাক্কা’ খেলেন নির্মাতারা। এদেশের যোদ্ধাদের গল্প মুক্তির আগেই নিষিদ্ধ ঘোষণা করা হল একাধিক দেশে। চলচ্চিত্র বিশেষজ্ঞ গিরিশ জোহর নিজের এক্স হ্যান্ডেলে জানান যে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বলিউডের এই ছবিকে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর এসেছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরশাহিতে এই ছবি শর্তসাপেক্ষে মুক্তির অনুমতি পেয়েছে।

আরও পড়ুন- কোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া!

ওয়ার এবং পাঠানের পর সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় দেশের সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর অভিনীত ‘ফাইটার’ (Fighter)। এই ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক। দীপিকাকেও স্কোয়াড্রন লিডার হিসেবেই দেখা যাবে। প্রশ্ন উঠছে, দেশাত্মবোধক ছবি বলেই কি মধ্যপ্রাচ্যে ব্রাত্য এই ছবি? নাকি পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়টি থাকায় একাধিক মুসলিম দেশ এই ছবি থেকে দূরত্ব রাখতে চায়। জানা যাচ্ছে, সৌদি আরব, কাতার, ওমান, কুয়েত, বাহারিনে মুক্তি পাবে না ‘ফাইটার’। তবে সংযুক্ত আরব আমিরশাহিতে রিলিজ হলেও ১৫ বছরের কম বয়সি শিশুরা হৃত্বিক-দীপিকার অ্যাকশন ড্রামা দেখতে পারবেন না। ইতিমধ্যেই ছবির প্রায় ৭৫ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় জওয়ানদের দাপট দর্শকের মন জয় করতে পারে কিনা সেটাই দেখার। সেইসঙ্গে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ছবি মুক্তির নিষেধাজ্ঞার কোনও সুদূরপ্রসারী ফল দেখা যায় কিনা সেদিকেও নজর রাখছে ওয়াকিবহাল মহল।

Latest article