প্রতিবেদন : শীতের মরশুমে উত্তরবঙ্গের ডুয়ার্স, দার্জিলিং ও সিকিম ঘুরতে যাওয়ার আগ্রহ তুঙ্গে। ভ্রমণ পিপাসু বাঙালি পাহাড়ের নৈসর্গিক আনন্দ চেটেপুটে উপভোগ করতে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাড়ি দিচ্ছেন। উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের টিকিটও প্রায় সবই শেষ। এমনকী দোলের সময়েও উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেনের টিকিটও এখনই কেটে নিয়েছেন। বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য যাঁরা এখন ইচ্ছে থাকলেও ঘুরতে যেতে পারছেন না, তাঁরা দোলের সময় ঘুরতে যাওয়ার টিকিট এখনই কেটে নিয়েছেন। আর ঘোরার তালিকায় ওপরের দিকে জায়গা করে নিয়েছে ডুয়ার্স, দার্জিলিং ও সিকিমের বিভিন্ন জায়গা। এছাড়াও অনেকে উত্তরবঙ্গের সিটং, তিনচুলের মতো অফবিট জায়গাগুলিও ঘোরার তালিকায় রেখেছেন।
আরও পড়ুন-মাধ্যমিকের সময় বদলে সায় নেই আদালতের
রেল সূত্রে খবর, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বন্দে ভারত সহ বিভিন্ন উত্তরগামী ট্রেনের টিকিট সবই প্রায় বুকিং হয়ে গেছে। ট্রেনে বুকিং না পেয়ে অনেকেই কলকাতা থেকে বাসে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। এই কারণে রাজ্য পরিবহণ দফতর কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত আরও অতিরিক্ত বাস চালাচ্ছে। শুধু ট্রেনই নয়, ডুয়ার্স, দার্জিলিং সহ বিভিন্ন এলাকার সরকারি লজ, হোটেল ও হোম-স্টেগুলির অধিকাংশই পুরো বুকিং হয়ে রয়েছে।