মাধ্যমিকের সময় বদলে সায় নেই আদালতের

নতুন সময়েই হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ ৯.৪৫ মিনিট থেকেই শুরু হবে পরীক্ষা। বৃহস্পতিবার নির্দেশ দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Must read

প্রতিবেদন : নতুন সময়েই হবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ ৯.৪৫ মিনিট থেকেই শুরু হবে পরীক্ষা। বৃহস্পতিবার নির্দেশ দিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শেষ মুহূর্তে পরীক্ষার সময় বদল করলে প্রশাসনিক ক্ষেত্রে সহ আরও নানান বিষয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই কারণেই সময় বদলে সাঁই দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন, বেশ কয়েকটি বিষয়ে পদক্ষেপ নিতে হবে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদকে। প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থী যাতে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে সে বিষয়ে রাজ্যকে নিশ্চিত করতে হবে। তার জন্য পর্যাপ্ত পরিমাণে পরিবহণ ব্যবস্থা সচল রাখতে হবে।

আরও পড়ুন-দায়ী অধীর চৌধুরী, জোটধর্ম পালন করেনি কংগ্রেস, তোপ দাগল তৃণমূল

রাস্তায় পরীক্ষার্থীরা কোনওরকম ভাবে অসুবিধায় পড়লে যাতে যথাসময়ে তাদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে পারে সেই বিষয়ে প্রতিটি থানায় এলাকায় মাইকিং চালাতে হবে। পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যায় পড়লে তাদেরকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে পুলিশ প্রশাসনকে। একই সঙ্গে পর্ষদকে একাধিক হেল্পলাইন চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীরা কোনওরকম সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বর ছাড়াও যাতে স্থানীয়ভাবে কোথাও যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারে, সে বিষয়ে নিশ্চিত করতে হবে পর্ষদকে। আদালত নির্দেশ দিয়ে আরও জানিয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বা পরীক্ষা দিতে যাওয়ার পথেও যদি সে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে। এই পদক্ষেপগুলি কতটা সদর্থক ভাবে নেওয়া হল তার বিস্তারিত রিপোর্ট আগামী ৩১ জানুয়ারি আদালতকে জমা দেবে মধ্যশিক্ষা পর্ষদ।

Latest article