প্রতিবেদন : সাধারণতন্ত্র দিবসের আগে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পেলেন চারজন কৃতী ব্যক্তি। সামাজিক এবং পরিবেশের উন্নয়নে অসাধারণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসাবে পদ্মশ্রী পুরস্কার পেলেন পুরুলিয়ার ‘গাছ দাদু’ বলে পরিচিত ৭৮ বছরের দুখু মাঝি।
আরও পড়ুন-জিরেন কাটের খেজুর রসে মজে রামপুরহাটের বর্জ্জল গ্রাম
অন্যদিকে বীরভূমের ৮৮ বছরের রতন কাহার লোকশিল্পে অনন্য অবদানের স্বীকৃতি হিসাবে পেলেন পদ্মশ্রী পুরস্কার। টুসু এবং ঝুমুর শিল্পী রতন কাহার জেলায় এলাকায় ভাদু রতন নামে পরিচিত। গত ৬০ বছর ধরে তিনি লোকসংগীত চর্চা করছেন। এর পাশাপাশি পদ্মশ্রী পেলেন শিল্পী সনাতন রুদ্রপাল। সাবেকি সাজে অসাধারণ দুর্গাপ্রতিমা বানানোর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। পাঁচ প্রজন্ম ধরে শিল্পী সনাতন রুদ্রপালের পরিবার প্রতিমা গড়ার পেশায় যুক্ত। মরণোত্তর পদ্মশ্রী পেয়েছেন ছৌনাচের মুখোশ তৈরির শিল্পী প্রয়াত নেপাল চন্দ্র সূত্রধর।