বেইমানির পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার পদ্ম পুরস্কারের তালিকায় মিঠুন চক্রবর্তীর নাম প্রকাশ্যে আসার পর আক্রমণ শানালেন দাগলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ (Mithun Chakraborty- Kunal Ghosh)।
কেন্দ্রীয় সরকারের তরফে বৃহস্পতিবার ঘোষিত হয়েছে পদ্ম পুরস্কার। আর সেই তালিকায় দেখা গিয়েছে এবার পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty- Kunal Ghosh)। এরপরই বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে মিঠুনকে কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, “অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে 2014র পর যেকোনো সময় পেতেন। এখন এটা তৃণমূলের সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।” গতবছর প্রজাপতি বিতর্কের পর কুণালের এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।
অভিনয়ের স্বীকৃতিতে পদ্মভূষণ নয়। তাহলে 2014র পর যেকোনো সময় পেতেন।
এখন এটা @AITCofficial এর সঙ্গে বেইমানি করা আর কুৎসা করার পারিশ্রমিক। দলবদল করে, কৃতজ্ঞতার মোড়ক খুলে, ভাড়া করা নোটাঙ্কির পুরস্কার।— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 25, 2024
উল্লেখ্য, গতবছর প্রজাপতি সিনেমার নন্দনে ব্রাত্য হওয়ায় দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন বিজেপি বলেই তা নন্দনে চালানো হয়নি। এর পাল্টা কুণাল ঘোষ বলেন, বিজেপি করতে এসেই তৃণমূল-বিজেপি, বিজেপি-সিপিএম এসব দেখছেন। এর বাইরেও যে একটা সমাজ আছে। বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে। তাঁদের নিজস্ব কিছু টেকনিক্যাল বিষয় আছে। এগুলো তো দিলীপবাবু জানেন না! দিলীপবাবু শুধু জানেন গোয়াল, সেই গোয়ালের গরুর দুধ থেকে সোনা।