গলল বরফ? সাধারণতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা কানাডার

Must read

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। এর মাঝেই ভারতকে সাধারণতন্ত্রের (Republic Day 2024) শুভেচ্ছা জানাল কানাডা। শুক্রবার ভারতের কানাডার হাই কমিশন থেকে ট্যুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন- সংবিধানের মূল্যবোধ রক্ষার শপথ নিই, সাধারণতন্ত্র দিবসে বার্তা অভিষেকের

কানাডার পাশাপাশি আমেরিকা, ইজরায়েল, অস্ট্রেলিয়া, রাশিয়া-সহ একাধিক দেশ ভারতবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছে। সাধারণতন্ত্র দিবসের (Republic Day 2024) অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। সাধারণতন্ত্র দিবসে সেই সাময়িক তিক্ততা কাটিয়ে অভিনন্দন জানিয়েছে আমেরিকা। একইসঙ্গে ভারতের সঙ্গে আগামিদিনে দ্বিপাক্ষিক সম্পর্ক আর দৃঢ় করার বার্তা দিয়েছে দেশগুলো। তবে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানো কানাডার তরফে কিছু জানানো হয়নি। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কিছুই বলেনি কানাডা প্রশাসন।

Latest article