সংবিধানের মূল্যবোধ রক্ষার শপথ নিই, সাধারণতন্ত্র দিবসে বার্তা অভিষেকের

Must read

আজ ২৬ জানুয়ারি। ৭৫তম সাধারণতন্ত্র দিবস (Republic Day)। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকেই ভারতের সংবিধান কার্যকরী হয় ও ভারত এক গণতান্ত্রিক দেশ হিসেবে নিজের যাত্রা শুরু করে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-গেরুয়াপক্ষের বিশ্বাসঘাতকতার ইতিহাস স্মরণ করুন

নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক জানিয়েছেন, “সংবিধান শুধু আইনজীবীর দলিল নয়; এটি জীবনের বাহক। আমরা যখন প্রজাতন্ত্র দিবস (Republic Day) উদযাপন করছি, তখন শপথ নিই শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষার। আমাদের কণ্ঠ সবসময় সমতা, স্বাধীনতা ও ন্যায়ের আদর্শকেই প্রতিধ্বনি করবে।“

Latest article