প্রতিবেদন : লোকসভা ভোট এগিয়ে আসতেই মেরুকরণে শান দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। এই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এবার জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) নিয়ে উস্কানিমূলক কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি, জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের হাতে তুলে দিক মুসলিমরা। বারাণসীর ওই মসজিদ নিয়ে আইনি জটিলতার মধ্যেই বিস্ফোরক দাবি গিরিরাজের। তাঁর কথায়, মুসলিমদের উচিত হবে বারাণসীর ওই মসজিদের জমি হিন্দুপক্ষের হাতে তুলে দেওয়া। বারাণসীর আদালতে সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এএসআই। এরপরই গিরিরাজের এহেন মন্তব্যে শোরগোল শুরু হয়েছে।
আরও পড়ুন-বিরল সোনালি বাঘ কাজিরাঙায়
জ্ঞানবাপী মসজিদ নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি রিপোর্ট পেশ করেছে আদালতে। আদালত এখনও ওই রিপোর্ট নিয়ে কোনও পদক্ষেপ না করলেও সেটি ফাঁস করে দিয়েছেন হিন্দু পক্ষের আইনজীবী। যেখানে বলা হয়েছে, মসজিদের (Gyanvapi Mosque) পশ্চিম দিকের নির্মাণের মধ্যে হিন্দু মন্দিরের অংশ রয়েছে। তবে রিপোর্ট নিয়ে হিন্দু সংগঠনের তরফে এখনও কোনও মন্তব্য না করা হলেও এবার হিন্দুত্বের হাওয়া তুলে কেন্দ্রীয় মন্ত্রী আগাম জানালেন, জ্ঞানবাপী মসজিদের জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক। তাঁর কথায়, অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। অযোধ্যার পর কাশী ও মথুরার মন্দির পুনরুদ্ধার করা হবে, এই কথা আগেই বলা হয়েছিল। জ্ঞানবাপী নিয়ে এএসআইয়ের রিপোর্ট প্রকাশের পর মুসলিমদের উচিত হবে মসজিদের জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া।
অবশ্য কট্টর হিন্দুত্ববাদী নেতা গিরিরাজ বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে থাকেন। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, স্বাধীনতার পর ভারতে একটিও মসজিদ ভাঙা হয়নি। অন্যদিকে, পাকিস্তানে একটিও হিন্দু মন্দির অবশিষ্ট নেই। এবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে অতীতের বাবরি মসজিদ ধ্বংসের চিত্রনাট্য দেখছেন অনেকেই।