ফেব্রুয়ারিতেই পড়ুয়াদের ১১ লক্ষ সাইকেল দেবে রাজ্য

জোরকদমে চলছে সবুজসাথীর কাজ

Must read

প্রতিবেদন : সরকারি অধীনে থাকা স্কুলের ছাত্রছাত্রীরা নবম শ্রেণিতে উঠলেই তাদের জন্য সবুজসাথী (Sabooj Sathi) সাইকেল প্রকল্পটি চালু করেছে রাজ্য। ২০১৫ সালের শেষ থেকে চালু এই প্রকল্পের মাধ্যমে আটবারে ১.১৫ কোটি সাইকেল পড়ুয়াদের দিয়েছে রাজ্য। এবছর দেওয়া হবে ১১ লক্ষ সাইকেল। যার মধ্যে ২ লক্ষ বিলি হয়ে গিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে বাকি সব উপভোক্তার কাছে সাইকেল পৌঁছে দেওয়া নিশ্চিত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। ফলে রাজ্যে প্রতিদিন ৩০ হাজার সাইকেল ফিটিং করা হচ্ছে। জেলা স্তরে এখনও ৩ লক্ষ সাইকেলের (Sabooj Sathi) পার্টস ফিটিং বাকি। সেই কাজ শেষ করতেই প্রতিদিনে ৩০ হাজার সাইকেলের ফিটিংয়ের জন্য প্রয়োজনীয় কর্মী এলাকা থেকে নিয়োগ করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। সাইকেল ফিটিংয়ের জন্য ১০০ টাকা রাজ্য দেয় সাইকেল প্রস্তুতকারক কোম্পানিকে। ফিটিংয়ের কাজ শেষ হলেই স্কুলে স্কুলে সেগুলি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার প্রশাসনিক কর্তাদের। এ ক্ষেত্রে যাতে ঢিলেমি না থাকে সে বিশয়ে নজর রাখতে বলা হয়েছে জেলাশাসকদের। শনিবারই এই সংক্রান্ত একটি পর্যালোচনা বৈঠক করে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর।

আরও পড়ুন-জ্ঞানবাপী মসজিদ নিয়ে উসকানিমূলক বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

Latest article