সংবাদদাতা, রায়গঞ্জ ও বালুরঘাট : ধর্ম নিয়ে রাজনীতি করা বন্ধ করুক মোদি সরকার (Modi government)। রামমন্দির নিয়ে মোদি সরকার ভোট বৈতরণী পার হতে চাইছে। তৃণমূল সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নয়। রবিবার ডালখোলায় ‘সংঘবদ্ধ শপথ’ শীর্ষক বিশাল জনসভায় যোগ দিয়ে এভাবেই মোদি সরকারকে একহাত নিলেন তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন-৯ কোটিতে মজা খাল হবে সংস্কার
কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা, ১০০ দিনের কাজের টাকা না দেওয়া সহ একাধিক দাবিতে আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তারই অঙ্গ হিসেবে এদিনের ‘সংঘবদ্ধ শপথ’। সভামঞ্চ থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন মন্ত্রী। এদিন মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী ২০১১ সালে ক্ষমতায় আসার পর মাত্র ২ বছরে কন্যাশ্রীর মতো একটি বিশ্বে সমাদৃত একটি প্রকল্প নিয়ে এসেছেন। তাই নারীরা সমাজ সৃষ্টি করে। সভায় ছিলেন রাজ্যের অপর এক মন্ত্রী গোলাম রব্বানী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ, মহিলা সংগঠনের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা সহ প্রমুখ। এদিন বিভিন্ন দল থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন একাধিক নেতা-কর্মী সহ সমর্থক। এদিন দক্ষিণ দিনাজপুরেও সভা করেন তিনি।