৯ কোটিতে মজা খাল হবে সংস্কার

পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ধানচাষ-প্রবণ এলাকা পিংলা ও সবং। এই এলাকায় ৪০ বছর ধরে একটি মজা খাল রয়েছে

Must read

সংবাদদাতা, সবং : পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম ধানচাষ-প্রবণ এলাকা পিংলা ও সবং। এই এলাকায় ৪০ বছর ধরে একটি মজা খাল রয়েছে। তাই বর্ষার সময় বাদ দিয়ে বাকি সময় চাষিদের প্রচুর টাকায় জল কিনে চাষ করতে হত। এবার তাঁদের সুদিন ফিরবে বলে জানালেন মন্ত্রী ডাঃ মানস ভুঁইয়া।

আরও পড়ুন-কয়েক লক্ষ টাকার সরকারি গাছ হাপিশ, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

পিংলার জামনা থেকে সবংয়ের বাড়জীবন প্রায় ১০ কিলোমিটার মজে যাওয়া ক্যানেলটির সংস্কার করে নতুনভাবে তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্যের জলসম্পদ উন্নয়ন দফতর। সবং কলেজের অডিটোরিয়াম হলে এলাকার জনপ্রতিনিধি ও আধিকারিকদের নিয়ে এই বিষয়ে বৈঠক করেন মন্ত্রী। যেখানে জেলার বিভিন্ন বিভাগের আধিকারিকেরাও ছিলেন। মন্ত্রী জানান, ৪০ বছর ধরে মজে থাকা ১০ কিমির ক্যানেলটি ৯ কোটি টাকা খরচে নতুন করে ভি আকৃতিতে গড়ে তোলা হবে৷ টেন্ডার হয়ে গিয়েছে। দ্রুত কাজ শুরু হবে৷ ফলে কংসাবতীর জল সরাসরি পাবেন এই দুই ব্লকের হাজার হাজার চাষি। এই খবরে রীতিমতো খুশি এলাকার কৃষক মহল।

Latest article