কয়েক লক্ষ টাকার সরকারি গাছ হাপিশ, বিজেপি নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ

নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপি পরিচালিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ভীমকাঁটা গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়।

Must read

সংবাদদাতা, নন্দীগ্রাম : দিনদুপুরে সরকারি জায়গা থেকে কয়েক লক্ষ টাকার পুরনো আকাশমণি, ইউক্যালিপটাস ও বাবলা গাছ কেটে হাপিস করায় নন্দীগ্রামের বিজেপি (BJP) নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বনাধিকারিক। নন্দীগ্রাম ১ ব্লকের বিজেপি পরিচালিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের ভীমকাঁটা গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায়। বিট অফিসার তদন্ত করে চিঠি দেওয়ার পরই বাজকুলের রেঞ্জ অফিসার পূষণ দত্ত নন্দীগ্রাম থানায় এফআইআর করেন।

আরও পড়ুন-কাঁথা স্টিচের কাজ করে পদ্মশ্রী বোলপুরের তকদিরা

পূর্ব মেদিনীপুরের ডিএফও সত্যজিৎ রায় বলেন, ‘বেআইনিভাবে ১৭টি দামি গাছ কাটা হয়েছে পূর্ত দফতরের জায়গা থেকে। আমাদের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।’ ২১ জানুয়ারি গ্রামের রাস্তার দু’ধারে থাকা গাছ কেটে গাড়িতে চাপিয়ে হাপিশ করে দেন বিজেপির কিসান মোর্চার জেলা কমিটির সদস্য স্বপন মণ্ডল সহ ১০-১২ জন বিজেপি কর্মী। গ্রামের বাসিন্দা শেখ মোস্তাফা বন দফতরে লিখিত অভিযোগ করলে ২২ তারিখ তাদের একটি টিম ভীমকাঁটা গ্রামে যায়। ঘটনায় দলের লোকজন জড়িয়ে থাকা প্রকাশ্যে এলে বিজেপি পরিচালিত ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এবং নন্দীগ্রাম ১ পঞ্চায়েত সমিতি মুখে কুলুপ এঁটেছে।

Latest article