আজ, সোমবার ভোররাতে ওয়াজিরাবাদ (Wazirabad) দিল্লি পুলিশের (Delhi Police) ‘মালখানা’ ইয়ার্ডে কমপক্ষে ৪৫০টি গাড়ি আগুনে পুড়ে গেছে। দিল্লি ফায়ার সার্ভিসের এক আধিকারিক এই বিষয়ে জানিয়েছেন, ভোর ৪টে নাগাদ আগুন লাগে এবং পাঁচটি ফায়ার টেন্ডারকে আগুন নেভাতে কাজে লাগানো হয়। দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও কোন মৃত্যুর খবর নেই। তবে ‘মালখানা’তে রাখা ২০০টি চার চাকার গাড়ি এবং ২৫০টি দুচাকার গাড়ি আগুনে পুড়ে গেছে।
আরও পড়ুন-‘বিএসএফএর অত্যাচারে আলাদা আই কার্ড দিতে চাইছে, নেবেন না’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
সূত্রের খবর এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যায় নি। বিভিন্ন ক্ষেত্রে সব যানবাহনকে বাজেয়াপ্ত করে ‘মালখানা’তে রাখা হয়। ভোর ৪টের সময় ‘মালখানা’তে আগুন লাগে এবং সকাল ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কর্মকর্তারা। জানা যাচ্ছে, ‘মালখানা’ ৫০০ বর্গ গজ জুড়ে বিস্তৃত। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।