জম্মু ও কাশ্মীরে ফের তুষারপাত

গত ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের উচ্চতর অঞ্চলে হালকা তুষারপাত হয়েছে, তবে উপত্যকার সমভূমির লোকেরা এই মরসুমের 'ন্যাভ শিন' উপভোগ করতে পারছে না।

Must read

জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir)আবার নতুন করে তুষারপাত শুরু হয়েছে। কুপওয়ারায় নতুন করে তুষারপাত হয়েছে। ৪০ দিনের শীতকালীন সময় চলছে। এই সময় শূন্যের নিচের তাপমাত্রা থাকে। এই সময় পাইপের জলও জমে যায় ঠাণ্ডায়। এই সময়ে তুষারপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। গত ২৪ ঘন্টায় জম্মু ও কাশ্মীরের উচ্চতর অঞ্চলে হালকা তুষারপাত হয়েছে, তবে উপত্যকার সমভূমির লোকেরা এই মরসুমের ‘ন্যাভ শিন’ উপভোগ করতে পারছে না।

আরও পড়ুন-দিল্লিতে পুলিশ ট্রেনিং স্কুলে ভয়াবহ আগুন

কাশ্মীরিরা একে অপরকে এই সময়ে শুভেচ্ছা জানায় এমনকি প্রতি শীতের প্রথম তুষারপাতের সময় বন্ধু এবং আত্মীয়দের কাছে শীতকালীন খাবারের উপহার পাঠায়। এখানে প্রথম তুষারপাতকে বলা হয় ‘নভে শিন’ (নতুন তুষারপাত) এবং এই উপলক্ষে যে শুভেচ্ছা বিনিময় করা হয় তাকে বলা হয় ‘নভেম্বর শিন মুবারক’। শ্রীনগরে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬, গুলমার্গ মাইনাস ৩.২ এবং পাহলগামে ০.৭। লেহ শহরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ এবং কার্গিলে মাইনাস ৬.৬। জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩, কাটরা ৯, বাটোতে ৫.১, ভাদেরওয়াহ ৩.২ এবং বানিহাল ৪।

আরও পড়ুন-‘বিএসএফএর অত্যাচারে আলাদা আই কার্ড দিতে চাইছে, নেবেন না’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জানা যাচ্ছে, যে বুদগামের দুধপথরি রিসর্টে ২ ইঞ্চি এবং গান্ডারবালে ৪ ইঞ্চি তুষারপাতের খবর পাওয়া গেছে। সোনামার্গ/জোজিলায় ১ ফুট তুষারপাত হয়েছে। আবহাওয়া দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে ২৯শে জানুয়ারি, জম্মু ও কাশ্মীরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত কাশ্মীর বিভাগের বিচ্ছিন্ন উচ্চতর অঞ্চলে (কুপওয়ারা, বারামুল্লা, বান্দিপোরা, গান্ডারবাল, শোপিয়ান, অনন্তনাগ এবং কুলগাম জেলা) ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Latest article