আজ কোচবিহারে (Coochbehar) রাসমেলা ময়দানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বাংলার বকেয়া পাওনার বিষয় নিয়ে কেন্দ্রকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগেই কেন্দ্রকে সময় বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নিজের অবস্থান সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-জম্মু ও কাশ্মীরে ফের তুষারপাত
সোমবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, ‘১ তারিখ (ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করব। সাত দিন টাইম দিয়েছি। আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবেন না, নিজের পরিশ্রমের টাকা পাবেন না, আর তোমরা অট্টালিকায় থা্কবে এটা হবে না। এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। ১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব।’
আরও পড়ুন-দিল্লিতে পুলিশ ট্রেনিং স্কুলে ভয়াবহ আগুন
কোচবিহারের সভা থেকে এদিন মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র সময়ের মধ্যে টাকা না দিলে তিনি ১০০ দিনের বঞ্চিতদের নিয়ে তিনি আলাদা করে বৈঠক করবেন। রাজ্যের সাড়ে ১১ লক্ষ আবাস যোজনার বঞ্চিত প্রাপকদের নিয়েও বৈঠক করবেন। এদিন নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘ইলেকশনের আগে বলবে, এই তো আমি দিলাম। যেন জমিদারির টাকা দিচ্ছে। মেয়েরা কাপড় কিনতে গেলেও জিএসটি দিতে হচ্ছে। বই কিনতেও জিএসটি। আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছো আর আমার ভাগটা দিচ্ছো না। একশো দিনের কাজের টাকা দেয় না। আমি তিন থেকে চার বার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। বাংলা আবাস যোজনা। আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়। সেই টাকাও জিএসটি দিয়ে তুলে নিয়ে যায়। এখন সেটাও বন্ধ। পথশ্রীতে ১২ হাজার রাস্তা করেছি। আরও ১২ হাজার গ্রামীণ রাস্তা হবে পথশ্রীতে। রাজ্য জুড়ে বাংলার সহায়তা কেন্দ্র চলছে। কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা হয়, তাহলে ১২ তারিখ পর্যন্ত স্টেশনে আধিকারিকরা থাকছেন। পঞ্চায়েত প্রধান, বিডিও থাকবেন।’