এবার পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সমবায় নির্বাচনে বিজেপিকে হোয়াইট ওয়াশ করল তৃণমূল কংগ্রেস। ভগবানপুর-১ ব্লকের বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের, জলি বিষ্ণুপুর-শঙ্করপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপি খাতাই খুলতে পারল না। সব আসনে জিতল তৃণমূল কংগ্রেস। এই সমিতির মোট আসন নয়টি। সব আসনে প্রার্থী দেয় তৃণমূল ও বিজেপি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে কড়া পুলিশি প্রহরায় নির্বাচন পর্ব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন-‘১০০ দিনের বকেয়া টাকা না দিলে ২ তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব’ ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
ফলাফল প্রকাশ হলে দেখা যায়, ন’টি আসনের মধ্যে সবক’টিতেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। চণ্ডীপুর বিধানসভার অধীন এই সমবায় সমিতির পরিচালন ক্ষমতা তৃণমূল কংগ্রেসেরই হাতে ছিল। তবুও লোকসভা নির্বাচনের আগে এই জয় তৃণমূল নেতা-কর্মীদের বাড়তি উৎসাহ জোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই জয়ে ভোটার এবং প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য রবীনচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, বিভীষণপুর পঞ্চায়েতের উপ প্রধান সৌরভ কান্তি বেরা সহ অন্যান্য নেতারা। জয়ের পর এলাকায় বিজয় মিছিল বের করে তৃণমূল। পরস্পর আবির খেলা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে জয় উদযাপন করেন। জয়ী প্রার্থীরা হলেন অদ্বৈত পড়িয়া, আশীষকুমার মহেশ, বিকাশ মাইতি, মদনমোহন জানা, সন্দীপন মাইতি, শুচীব্রত মাল, মীরা মহেশ, সঙ্গীতা মাইতি ও অখিল বর্মন। জয়ী সমস্ত প্রার্থী এই সমবায় সমিতির ভোটারদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।