রাহুল গান্ধীকে অশ্লীল শব্দে কটাক্ষ বিরোধী দলনেতার, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব

সেই যাত্রা শুরুর আগে কংগ্রসের অন্যতম শীর্ষনেতাকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

Must read

রবিবার পশ্চিমবঙ্গে আবার শুরু হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) রথযাত্রা। সেই যাত্রা শুরুর আগে কংগ্রসের অন্যতম শীর্ষনেতাকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার সকালে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ও একটা গ**’। তিনি আরও বলেন, ‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী…. রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা গ**। বলছে, স্টোভের ওপর কয়লা দিয়ে সকাল বেলা চা তৈরি হয়। স্টোভের ওপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই’।

আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে বিপুল জয় ঘাসফুল শিবিরের

শুভেন্দু অধিকারীর এহেন ঔদ্ধত্য ও কটূক্তির প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন নিজের এক্স হ্যান্ডেলে ডঃ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘ক্ষমতায় আসার আগে বিজেপি নেতারা যদি এই ঔদ্ধত্য প্রদর্শন করে, তাহলে একবার ক্ষমতায় এলে তারা কতটা নিচে নেমে যাবে? এটা বাংলার সংস্কৃতি নয়- আমরা আমাদের পবিত্র মাটিতে এই নোংরামিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি!’

 

ব্রাত্য বসু নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘আপনি বাংলার হতে পারেন, কিন্তু আপনি অবশ্যই আমাদের সমৃদ্ধ সংস্কৃতির মূল্যবোধ এবং নৈতিকতা শেখেন নি। বিজেপি আপনাকে নিজেদের কাছে রাখতে পারে কারণ আমাদের জনগণ আপনার মতো অশোভন নেতাকে কখনই মেনে নেবে না!’

বিরবাহা হাঁসদা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে অবমাননাকর ভাষার ব্যবহার কোনো নতুন ঘটনা নয়। বিজেপির নেতৃবৃন্দ বিদ্বেষমূলক বক্তব্যকে স্বাভাবিক মনে করেছে এবং এখন বাংলায় এই সংস্কৃতি রোপনের চেষ্টা করছে। এখনই যদি এই ঔদ্ধত্যের মাত্রা হয়, তাহলে ক্ষমতায় এসে তারা যে কি বিপর্যয় সৃষ্টি করতে পারে তা যে কেউ কল্পনা করতে পারে।’

সায়নী ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘বাহ, আপনার ভাষার ব্যবহার সত্যিই অসাধারণ। বিজেপির বাংলার একটি ডোজ দরকার কারণ আপনার দলের কেউ এই ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার এই প্রথমবার করলেন না। ভাবছেন ক্ষমতায় এলে কী হবে!’

ডঃ শশী পাঁজা এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শুভেন্দু অধিকারী আপনার এমন আপত্তিকর ভাষা আপনার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়। এই ধরণের অবমাননাকর মন্তব্য আপনার দলের অহংকার এবং গুন্ডামি প্রকাশ্যে আনে। অধিকারী সাহেব, এরকম অশ্লীল শব্দ দিয়ে বাংলার সংস্কৃতিকে অপবিত্র না করাই ভালো!’

অরূপ বিশ্বাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে এর প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘শুভেন্দুর নির্লজ্জভাবে আপত্তিকর ভাষা ব্যবহার! বিজেপি যদি এই ধরনের ব্যক্তিদের আশ্রয় দেয়, তবে তারা বাংলার সমৃদ্ধ সংস্কৃতির সাথে একেবারেই বেমানান। যদিও বিজেপি এই ধরনের অসভ্য রাজনীতিবিদদের আলিঙ্গন করতে পারে, আমরা কখনই এই ধরনের বিষাক্ত সংস্কৃতিকে আমাদের মাটিকে দূষিত করতে দেব না!’

Latest article