রবিবার পশ্চিমবঙ্গে আবার শুরু হয়েছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) রথযাত্রা। সেই যাত্রা শুরুর আগে কংগ্রসের অন্যতম শীর্ষনেতাকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার সকালে নন্দীগ্রামে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর কথা শুনে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘ও একটা গ**’। তিনি আরও বলেন, ‘গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী…. রাহুল গান্ধী। কে হরিদাস পাল? একটা গ**। বলছে, স্টোভের ওপর কয়লা দিয়ে সকাল বেলা চা তৈরি হয়। স্টোভের ওপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিওনি শুনিওনি। যার এই সেন্স, তাকে কাউন্ট কেন করেন? পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি। এই পার্টির কোনও অস্তিত্ব নেই’।
আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে বিপুল জয় ঘাসফুল শিবিরের
শুভেন্দু অধিকারীর এহেন ঔদ্ধত্য ও কটূক্তির প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এদিন নিজের এক্স হ্যান্ডেলে ডঃ কাকলি ঘোষ দস্তিদার লেখেন, ‘ক্ষমতায় আসার আগে বিজেপি নেতারা যদি এই ঔদ্ধত্য প্রদর্শন করে, তাহলে একবার ক্ষমতায় এলে তারা কতটা নিচে নেমে যাবে? এটা বাংলার সংস্কৃতি নয়- আমরা আমাদের পবিত্র মাটিতে এই নোংরামিকে তীব্রভাবে প্রত্যাখ্যান করি!’
If this is the arrogance displayed by BJP leaders before coming to power, what depths will they plummet to once in control?
This is not Bengal’s culture-we vehemently reject this filth on our sacred soil! pic.twitter.com/DkYfnflwtF
— Dr. KakoliGDastidar (@kakoligdastidar) January 29, 2024
ব্রাত্য বসু নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘আপনি বাংলার হতে পারেন, কিন্তু আপনি অবশ্যই আমাদের সমৃদ্ধ সংস্কৃতির মূল্যবোধ এবং নৈতিকতা শেখেন নি। বিজেপি আপনাকে নিজেদের কাছে রাখতে পারে কারণ আমাদের জনগণ আপনার মতো অশোভন নেতাকে কখনই মেনে নেবে না!’
@SuvenduWB, spewing derogatory filth in public, really?
You may be from Bengal, but you definitely haven’t learned the values and morals of our rich culture.
BJP can keep you with themselves because our people will never accept a crude leader like you! pic.twitter.com/4EqBZiXgxg
— Bratya Basu (@basu_bratya) January 29, 2024
বিরবাহা হাঁসদা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে অবমাননাকর ভাষার ব্যবহার কোনো নতুন ঘটনা নয়। বিজেপির নেতৃবৃন্দ বিদ্বেষমূলক বক্তব্যকে স্বাভাবিক মনে করেছে এবং এখন বাংলায় এই সংস্কৃতি রোপনের চেষ্টা করছে। এখনই যদি এই ঔদ্ধত্যের মাত্রা হয়, তাহলে ক্ষমতায় এসে তারা যে কি বিপর্যয় সৃষ্টি করতে পারে তা যে কেউ কল্পনা করতে পারে।’
.@SuvenduWB‘s use of derogatory language isn’t an isolated incident. @BJP4India leaders have normalised hate speech and are now attempting to implant this culture in Bengal.
If this is the level of arrogance now, one can only imagine the havoc they might unleash once in power. pic.twitter.com/1LEVI3BN9e
— Birbaha Hansda (@Birbaha_Hansda) January 29, 2024
সায়নী ঘোষ নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, ‘বাহ, আপনার ভাষার ব্যবহার সত্যিই অসাধারণ। বিজেপির বাংলার একটি ডোজ দরকার কারণ আপনার দলের কেউ এই ধরনের আপত্তিকর শব্দ ব্যবহার এই প্রথমবার করলেন না। ভাবছেন ক্ষমতায় এলে কী হবে!’
Wow, such eloquence! Your use of language is truly sophisticated, @SuvenduWB.
Perhaps the @BJP4India needs a dose of Bengali wisdom because this is not the first time one of your ranks has chosen to use such offensive words.
One wonders what will happen if you came to power! pic.twitter.com/iGfEegEGo5
— Saayoni Ghosh (@sayani06) January 29, 2024
ডঃ শশী পাঁজা এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘শুভেন্দু অধিকারী আপনার এমন আপত্তিকর ভাষা আপনার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়। এই ধরণের অবমাননাকর মন্তব্য আপনার দলের অহংকার এবং গুন্ডামি প্রকাশ্যে আনে। অধিকারী সাহেব, এরকম অশ্লীল শব্দ দিয়ে বাংলার সংস্কৃতিকে অপবিত্র না করাই ভালো!’
.@SuvenduWB, such offensive language speaks volume about your objectionable character!
Derogatory remarks exposes a legacy tainted with arrogance and hooliganism in your party.
Mr. Adhikari, you better not defile Bengal’s culture by spitting such vulgar terms! pic.twitter.com/nqd3QKmQsi
— Dr. Shashi Panja (@DrShashiPanja) January 29, 2024
অরূপ বিশ্বাস নিজের সোশ্যাল হ্যান্ডেলে এর প্রতিবাদ জানিয়ে লেখেন, ‘শুভেন্দুর নির্লজ্জভাবে আপত্তিকর ভাষা ব্যবহার! বিজেপি যদি এই ধরনের ব্যক্তিদের আশ্রয় দেয়, তবে তারা বাংলার সমৃদ্ধ সংস্কৃতির সাথে একেবারেই বেমানান। যদিও বিজেপি এই ধরনের অসভ্য রাজনীতিবিদদের আলিঙ্গন করতে পারে, আমরা কখনই এই ধরনের বিষাক্ত সংস্কৃতিকে আমাদের মাটিকে দূষিত করতে দেব না!’
.@SuvenduWB shamelessly uses offensive language!
If these are the kinds of crass individuals that BJP harbors, they are utterly incompatible with Bengal’s rich culture.
While BJP may embrace such rugged politicians, we will never let such a toxic culture pollute our soil! pic.twitter.com/usoGK16z2f
— Aroop Biswas (@aroopbiswasaitc) January 29, 2024