সংবাদদাতা, রায়গঞ্জ ও বালুরঘাট : উন্নয়নের ডালি সাজিয়ে নিয়ে উত্তরে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হাসিমারা থেকে কোচবিহার আসেন তিনি। একাধিক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন এবং পরিষেবা প্রদানের পর তিনি পৌঁছন শিলিগুড়িতে। সেখানেও চা-শ্রমিকদের পাট্টা এবং পরিষেবা প্রদান করেন। এখন অপেক্ষায় দুই দিনাজপুর। আজ সেই প্রতিক্ষার অবসান। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান সেরে তিনি পৌঁছবেন দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট স্টেডিয়ামে হবে সভা। দুই দিনাজপুরে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে সাজো সাজো রব। দুই জেলার প্রশাসনিক কর্তারা সোমবার সভাস্থল ঘরে দেখেন।
আরও পড়ুন-এবার আবাস যোজনার বাড়ি করে দেওয়ার উদ্যোগ রাজ্যের
এদিন রায়গঞ্জে সভাস্থল ঘুরে দেখেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ অন্যান্যরা। আদিবাসী নাচের মহড়া প্রদর্শন হয়। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানান, ইসলামপুরে পৌঁছে প্রায় ১ কিমি পথ পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টার করে রায়গঞ্জে আসবেন তিনি। প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী। দক্ষিণ দিনাজপুরে সভাস্থলের কাজ সরজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী বিপ্লব মিত্র। সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল। দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সংখ্যক তৃণমূল কংগ্রেস কর্মী বালুরঘাট স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভাস্থলে আসবেন।