প্রতিবেদন : বাজেট অধিবেশনের (Budget session) আগে বিরোধী সাংসদদের সাসপেনশন (suspension)প্রত্যাহার করে নিল রাজ্যসভার (Rajyasabha) স্বাধিকার কমিটি। গত শীতকালীন অধিবেশনে লোকসভায় (Loksabha) নিরাপত্তা লঙ্ঘিত হয়। সেই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (home ministry) বিবৃতির দাবিতে বিক্ষোভ করে ইন্ডিয়া শিবির।
আরও পড়ুন-ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ পুলিশ
তারপর কয়েকদিনের ব্যবধানে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়। তাঁদের মধ্যে ১৩২ জনকে অধিবেশনের শেষদিন পর্যন্ত সাসপেন্ড করা হয়। বাকি ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ পাঠানো হয় দুই কক্ষের স্বাধিকার কমিটিতে। লোকসভার স্বাধিকার কমিটি আগেই ৩ জনের সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছিল। মঙ্গলবার বাকি ১১ জনের সাসপেনশন প্রত্যাহার করে নিল রাজ্যসভার স্বাধিকার কমিটি।