ছত্তিশগড়ে ফের মাওবাদী হামলা, নিহত ৩ পুলিশ

এনকাউন্টারের পর মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়। আহত ১৪ জন নিরাপত্তা কর্মীকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

Must read

প্রতিবেদন : রাজনৈতিক পালাবদলের পরেও ছত্তিশগড়ে নকশালপন্থীদের দৌরাত্ম্যের ছবিটা বদলাল না। মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর-সুকমা সীমান্তে মাওবাদী হামলায় কমপক্ষে তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। আহত আরও ১৪ জন। আধিকারিকদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা কর্মীরা যখন সুকমা জেলায় টহল দিচ্ছিল তখন মাওবাদীরা গুলি চালায়।

আরও পড়ুন-নীতীশের জোট ছাড়া নিয়ে মুখ খুললেন রাহুল

নকশাল কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ রাখতে, বিজাপুর-সুকমা সীমান্তের তেকালগুডেম গ্রামে এদিন একটি নতুন নিরাপত্তা শিবির স্থাপিত হয়েছে, যাতে এলাকার মানুষ মৌলিক সুবিধা পেতে পারে। সেই শিবির উদ্বোধনের দিনেই এমন হামলার ঘটনা। কোবরা, এসটিএফ, ডিআরজি বাহিনী যখন জোনাগুদা-আলিগুদা এলাকায় নকশাল দমন অভিযান চালাচ্ছিল তখনই গুলি চালাও মাও দুষ্কৃতীরা। এনকাউন্টারের পর মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়। আহত ১৪ জন নিরাপত্তা কর্মীকে উন্নত চিকিৎসার জন্য এয়ারলিফট করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

Latest article