এক ফোনে সমাধান। রাজ্যের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এই উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। আর তাতেই পরিষেবা পাচ্ছেন মানুষ। কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁ পঞ্চায়েত এলাকা পেল ঢালাই রাস্তা। শুক্রবার নির্মাণকাজের সূচনা করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার। এদিন আবদুল রসিদের বাড়ি থেকে রায়নগর প্রাথমিক স্কুল পর্যন্ত ঢালাই রাস্তার কাজের সূচনা হয়। পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার জানান, ৩৬ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ হবে। এই এলাকায় একটি মাদ্রাসাও রয়েছে। রাস্তা ভাল হলে সেখানে পড়ুয়ার সংখ্যাও বাড়বে। পাশাপাশি চিকিৎসা করতে যেতে যোগাযোগের রাস্তাও ভাল পাবেন সাধারণ মানুষ। দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার। জেলা জুড়ে পথশ্রী রাস্তাশ্রীর কাজ চলছে। এলাকার মানুষ সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীকে ফোন করতেই সেই আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন।
আরও পড়ুন- মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়ে কাঁপছে মোদি সরকার! ধর্নামঞ্চ থেকে কেন্দ্রকে ‘খামোশ’ করে আক্রমণ শত্রুঘ্নের