মহানগরের রাজপথে ধরনায় বসেও দুই বর্ধমান জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী তথা পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বে থাকা অরূপ বিশ্বাসের নেতৃত্বে দুই বর্ধমান নিয়ে গঠিত হল তৃণমূল কংগ্রেসের কোর কমিটি। ধরনা মঞ্চের পাশে অস্থায়ী কার্যালয় থেকেই বৈঠক শেষে দুই জেলার নেতৃত্বকে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী। স্থির করে দেন আগামীর রূপরেখা। জেলা নেতৃত্বের প্রত্যেককেই নির্দিষ্ট দায়িত্ব বণ্টন করে দেন দলীয় সুপ্রিমো। দুই বর্ধমান মিলিয়ে মোট তিনটি লোকসভা আসন রয়েছে৷ ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনটি আসনেই জয়ের জন্যই ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী স্বপন দেবনাথ, মলয় ঘটক, প্রদীপ মজুমদার, জেলা সভাপতি তথা বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ও বিশ্বনাথ বাউরি-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সমস্ত নেতৃত্ব। দলনেত্রীর কথা শুনে জেলা নেতৃত্ব উজ্জীবিত। তাঁরা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এবার ঝাঁপিয়ে পড়বেন জেলায়। জেলা নেতৃত্বের পাখির চোখ ২০২৪ লোকসভা নির্বাচন।