৪০ আসনও পাবে না কংগ্রেস, রাহুল গান্ধীকে ‘বসন্তের কোকিল’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Must read

রাহুল গান্ধীকে ফের বসন্তের কোকিল বলে কটাক্ষ করে কংগ্রেসকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেশে ৪০টি আসনও কংগ্রেস জিততে পারবে কি না জানি না, আজ তোমার এত অহংকার!

শুক্রবার রেড রোডের ধরনা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় কংগ্রেসকে দুটি আসন দেওয়া হবে বলেছিলাম। তৃণমূলই তাদের জিতিয়ে দিত। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি। ওদের আরও চাই। তখন বললাম, তোমরা ৪২টাই নিয়ে নাও। তারপর থেকে আমার সঙ্গে আর কোনও কথা হয়নি। আমরা তো কংগ্রেসকে বলেছিলাম, তোমরা ৩০০ আসনে লড়াই করো। সেটাও করল না। প্রথমেই চলে এল বাংলায়। তুমি বাংলা না বেছে উত্তরপ্রদেশে গেলে না কেন? তুমি উত্তরপ্রদেশে গিয়ে হারিয়ে এসো। বারাণসীতে গিয়ে হারিয়ে এসো। রাজস্থানে গিয়ে হারিয়ে এসো। তাহলেই বলব বুকের পাটা আছে। তোমরা জেতা জায়গাও হেরেছ।

আরও পড়ুন- দুই বর্ধমানে নেত্রীর বার্তা, অরূপের নেতৃত্বে হল কোর কমিটি

এরপর তিনি বলেন, বাংলায় প্রোগ্রাম করতে এসেছে। আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স। একবার তো তথ্য দেবে যে, অমুক দিন থেকে বাংলায় প্রোগ্রাম করতে যাচ্ছি। আর তো কিছু চাই না। আমায় তো কেউ বলেনি। আমি প্রশাসন থেকে শুনেছি। আসলে সামনে ভোট। তাই এখন আবার বসন্তের কোকিল চলে এসেছে। নতুন করে ফটোশুট হচ্ছে। বাচ্চাদের আদর করছে।

Latest article