‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
রৌদ্র-বৃষ্টি
আজ রৌদ্র-বৃষ্টির উচ্ছ্বাসে–
মোর আকাশ হাসে, বাতাস হাসে,
হাসে নিশ্বাসে বিশ্বাসে।
হৃদয়ে ফলে রজনীগন্ধা
নেমে আসে উল্লাসের তন্দ্রা,
রামধনুর উল্কার-ধুম মাঝারে,
আমার মন ভাসে ওই আকাশে আকাশে।
তৃষাতুর চোখে সবুজ দিগন্ত
সুজলা-সুফলা বসন্তে,
কুলুকুলু নদী কল্লোলে
দখিনা সমীরে গীত-তালে–
মন চলে মন চঞ্চলে।
সুখ সৃষ্টির উৎসবে আদি স্রষ্টার আহরণে
উৎসারিত আলোর, আলোক ধারায়
জাগে নব উত্থান
জয় জীবনের গান।