ভারতকে বিশেষ ড্রোন বিক্রিতে সায় দিল আমেরিকা

আমেরিকার কাছ থেকে এবার বিশেষ ড্রোন কিনবে ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোকাবিলার জন্য ভারতের হাতে আসতে চলেছে বিশেষ ড্রোন।

Must read

প্রতিবেদন : আমেরিকার কাছ থেকে এবার বিশেষ ড্রোন কিনবে ভারত। চিন ও পাকিস্তান সীমান্তে শত্রুদের মোকাবিলার জন্য ভারতের হাতে আসতে চলেছে বিশেষ ড্রোন। সূত্রের খবর, ৩১টি প্রিডেটর ড্রোন কিনতে ইতিমধ্যে আমেরিকার ছাড়পত্র পেয়েছে ভারত। দীর্ঘদিন ধরেই এই ড্রোন কেনা নিয়ে দুই দেশের মধ্যে বিস্তর আলোচনা হয়। অবশেষে এই ড্রোন কেনা নিয়ে ভারতকে সবুজ সঙ্কেত দিয়েছে জো বাইডেন প্রশাসন। আর অত্যাধুনিক এই ড্রোন হাতে এলে একদিকে যেমন শত্রু দেশের মোকাবিলার কাজ সহজ হবে ঠিক তেমনই অস্ত্রভাণ্ডারের দিক থেকে অন্যান্য দেশের তুলনায় কিছুটা হলেও এগিয়ে যাবে ভারত।

আরও পড়ুন-দিনের কবিতা

আমেরিকার ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এমকিউ-৯বি প্রিডেটর ড্রোন ছাড়াও আরও কিছু সামরিক সরঞ্জাম আমেরিকা থেকে কেনার আবেদন করেছিল ভারত। সব মিলিয়ে মোট ৩.৯৯ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম কিনতে চেয়েছিল ভারত। সব সরঞ্জাম বিক্রির ক্ষেত্রেই অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে এই প্রিডেটর ড্রোনগুলি হাতে পেলে চিন সীমান্ত থেকে অতল সমুদ্রে আরও তীক্ষ্ণ নজরদারি চালাতে পারবে ভারত। প্রয়োজনে প্রাণহানির আশঙ্কা ছাড়াই শত্রুপক্ষকে ঘায়েল করতে আরও কয়েক পা এগোবে ভারত।

Latest article