দুবাই, ৪ নভেম্বর : রাহুল দ্রাবিড়কে জাতীয় দলে স্বাগত জানালেন রোহিত শর্মা। মঙ্গলবার রাতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ চলাকালীনই টিম ইন্ডিয়ার নতুন কোচ হিসেবে দ্রাবিড়ের নাম ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই।
ম্যাচের পর এ কথা জানাতে পেরে দ্রাবিড়কে শুভেচ্ছা জানাতে ভোলেননি রোহিত। তিনি বলেন, ‘‘দ্রাবিড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়ে গিয়েছে। আমরা মাঠে খেলছিলাম বলে জানতে পরিনি।’ হিটম্যানের বাড়তি সংযোজন, ‘‘ভারতীয় দলে ফেরার জন্য ওঁকে শুভেচ্ছা। তবে এবার ওঁর ভূমিকা বদলে গিয়েছে। আমরা সবাই ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি। উনি ভারতীয় ক্রিকেটের একজন স্তম্ভ। ভবিষ্যতে ওঁর কোচিং অবশ্যই উপভোগ করব।’’
আরও পড়ুন-বিরাটদের পিছনে ফেলে বিগ ব্যাশে উন্মুক্ত চাঁদ
মজার বিষয়, বিরাট কোহলির উত্তরসূরি হিসেবে রোহিতকেই পছন্দ করেছিলেন দ্রাবিড়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের ইন্টারভিউয়ে দ্রাবিড়কে প্রশ্ন করা হয়েছিল পরবর্তী অধিনায়ক নিয়ে। উত্তরে দ্রাবিড় জানিয়ে দেন, রোহিতই তাঁর প্রথম পছন্দ। দ্বিতীয় পছন্দ হিসেবে কেএল রাহুলের নাম করেছিলেন তিনি। শুধু তাই নয়, জাতীয় দলের কোচ হিসেবে তাঁর কী কী পরিকল্পনা রয়েছে, তা-ও বোর্ড কর্তাদের সামনে পরিষ্কার তুলে ধরেছিলেন দ্রাবিড়। ঠাসা ক্রীড়াসূচির চাপ ক্রিকেটারদের ওপর থেকে কমানোর জন্য কীভাবে বিশ্রাম দেওয়া হবে, রিজার্ভ বেঞ্চকে কীভাবে তিনি ব্যবহার করতে চান—সবটাই তিনি বুঝিয়ে দেন।
আরও পড়ুন-জয় কালী কলকাত্তাওয়ালি
প্রসঙ্গত, ভারতীয় দলে কোচ হিসেবে দ্রাবিড়ের প্রথম অ্যাসাইনমেন্ট আসন্ন নিউজিল্যান্ড সিরিজ। টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরেই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী ১৭ নভেম্বর জয়পুরে প্রথম টি-২০ ম্যাচ। পরের দুটো ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ নভেম্বর, রাঁচি এবং কলকাতায়। টি-২০ সিরিজ শেষ হলেই কিউয়িদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। ২৫-২৯ নভেম্বর কানপুরে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের আসর বসবে মুম্বইয়ে (৩-৭ ডিসেম্বর)।
এদিকে, দ্রাবিড়ের কোচ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুনীল গাভাসকর। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘রাহুল দ্রাবিড়ের হাত ধরে ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে বলেই আমার বিশ্বাস। ওর বিপুল অভিজ্ঞতা এবং ক্রিকেট বোধ ক্রিকেটারদের দারুণ সাহায্য করবে।’’
সানির সুরে সুর মিলিয়ে আরও এক প্রাক্তন তারকা ভিভিএস লক্ষ্মণ জানিয়েছেন, ‘‘এই পদের জন্য দ্রাবিড় আদর্শ। ভারতীয় ক্রিকেটে ওর প্রচুর অবদান রয়েছে। আমি নিশ্চিত ও সফল হবে।’’