সংবাদদাতা, কোচবিহার : তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন হল কোচবিহারে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার রিক্রিয়েশন হলে। সম্মেলনে তৃণমূল কর্মীদের একজোট হওয়ার বার্তা দিল সংগঠন৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার শ্রমিকনেতা-কর্মীরা ছিলেন৷
আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল লাদাখ, গণতন্ত্র ফেরত চাই,আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে এবার আন্দোলন
কেন্দ্রের জনবিরোধী নীতি, বাংলার প্রতি বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রম কোড বাতিলের দাবিকে সামনে রেখে আলোচনা হয়। মূল বক্তা ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শ্রম কোড বলছে মালিকের স্বার্থে ১২ ঘণ্টা কাজ করতে হবে, কোনও ওভার টাইম পাওয়া যাবে না৷ কেন্দ্রের নিয়মে শ্রমজীবী মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে৷ ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, পার্থপ্রতিম রায়, তৃণমূল রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রমুখ৷