কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠল লাদাখ, গণতন্ত্র ফেরত চাই,আলাদা রাজ্যের মর্যাদার দাবিতে এবার আন্দোলন

পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার গর্জে উঠল লাদাখ। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আন্দোলনে নামল লাদাখের আমজনতা।

Must read

প্রতিবেদন : ধৈর্যের বাঁধ ভেঙেছে। পৃথক রাজ্যের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার গর্জে উঠল লাদাখ। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে আন্দোলনে নামল লাদাখের আমজনতা। স্বাভাবিকভাবেই এর ফলে লোকসভা ভোটের আগে চাপ বাড়ল মোদি সরকারের উপর।
গণতন্ত্র পুনরুদ্ধার ও পৃথক রাজ্যের মর্যাদার দাবিতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাদাখবাসীর এই বিক্ষোভ। প্রবল ঠান্ডা আর তুষারপাতকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ পথে নামে। তার জেরে দোকানপাট, বাজারঘাট সব কার্যত বন্ধ থাকল। গোটা উপত্যকা কার্যত স্তব্ধ হয়ে গেল। লাদাখ ডিভিশনের লেহ এবং কারগিলের সাধারণ মানুষ নির্দিষ্ট চারটি দাবিতে ৩ ফেব্রুয়ারি সমগ্র এলাকায় বন্‌ধ পালন করে। স্বতঃস্ফূর্তভাবে জনজীবন স্তব্ধ হয়ে যায় জনতার আন্দোলনের ধাক্কায়। লেহ অ্যাপেক্স বডি (এলএবি) এবং কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (কেডিএ) যৌথভাবে এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। মূলত চারটি দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতেই এই বিক্ষোভ এবং সর্বাত্মক বন্‌ধ। লাদাখের জন্য আলাদা রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিলে লাদাখকে অন্তর্ভুক্ত করা এবং উপজাতি মর্যাদা দেওয়া, স্থানীয়দের জন্য চাকরিতে সংরক্ষণ, লেহ এবং কারগিল দুটি লোকসভা কেন্দ্র তৈরির দাবি রয়েছে এর মধ্যে। গত ২৩ জানুয়ারি এই দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে স্মারকলিপি দেওয়া হয়। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায় তার জন্য লাদাখের মানুষের এই দাবিগুলি খতিয়ে দেখতে তড়িঘড়ি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি লাদাখ সংক্রান্ত ওই কমিটির বৈঠক হবে।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট ২০১৯, বিতর্কিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নিয়ে তৎকালীন অঙ্গরাজ্য জম্মু ও কাশ্মীরের থেকে রাজ্যের মর্যাদা কেড়ে নিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয়েছিল দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে। একটি জম্মু ও কাশ্মীর, অপরটি লাদাখ। তারপর থেকে একাধিকবার রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি উঠেছে কাশ্মীরে। উপত্যকার রাজনৈতিক দলগুলি জোট বেঁধে রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে আন্দোলনে নেমেছে। যদিও ৫ বছর পরেও লাদাখবাসীর সেই স্বপ্ন পূরণ হয়নি। তাই লোকসভা ভোটের আগে কেন্দ্রের উপর চাপ বাড়াতে পথে নামল লাদাখবাসী।

Latest article