সংবাদদাতা, বারাসত : পরীক্ষা দিতে যাওয়ার সময় নৌকা থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে কোমরে চোট পায় এক মাধ্যমিক পরীক্ষার্থী। তখনই ত্রাতার ভূমিকায় এগিয়ে এল সিভিক ভলান্টিয়াররা। তাঁদের উদ্যোগেই আহত ছাত্রীকে হাসপাতালে বসে পরীক্ষার অনুমতি দিল স্কুল কর্তৃপক্ষ। সোমবার ঘটনাটি ঘটেছে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসাবাতে।
আরও পড়ুন-দিনের কবিতা
এদিন ছিল মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা ইতিহাস। পরীক্ষা দিতে যাওয়ার জন্য নৌকায় উঠেছিল মৌসুমী। এরপর ঘাটের কাছে নামতে গিয়ে পা স্লিপ করে পড়ে যায় ওই ছাত্রী। তৎক্ষণাৎ সেখানে থাকা কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার ওই ছাত্রীকে উদ্ধার করে গোসাবা রুরাল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে বসেই ইতিহাস পরীক্ষা দেয় মৌসুমী। পরীক্ষা দিতে পেরে খুশি মৌসুমী ও তাঁর পরিবার। ওই সিভিক ভলান্টিয়ারদের কৃতজ্ঞতা জানিয়েছে পরীক্ষার্থী ও তার পরিবার।