অপরাধ রুখতে ব্যর্থ বিএসএফ সীমান্তে সিসিটিভি বসাচ্ছে পুলিশ

অথচ আশ্চর্যের বিষয়, সীমান্তে এই নজরদারির দায়িত্বটা কিন্তু বিএসএফেরই। তবে বারবারই প্রশ্ন উঠছে এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এবং কর্তব্যবোধ সম্পর্কে

Must read

সংবাদদাতা, বারাসত : ব্যর্থ বিএসএফ (BSF)। সীমান্তে অনুপ্রবেশ এবং চোরাচালান রুখতে এবারে এগিয়ে এল রাজ্য পুলিশই। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত গ্রামে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা বসাচ্ছে বাগদা থানার পুলিশ। রনঘাট গ্রাম পঞ্চায়েতের বানেশ্বরপুর বাজারে বাগদা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমবার এই সিসি ক্যামেরা লাগানো হয়। তদারকি করতে উপস্থিত ছিলেন এসডিপিও বাগদা শান্তনু ঝা ও বাগদা থানার ওসি গণেশ বাইন।
অথচ আশ্চর্যের বিষয়, সীমান্তে এই নজরদারির দায়িত্বটা কিন্তু বিএসএফেরই। তবে বারবারই প্রশ্ন উঠছে এই কেন্দ্রীয় বাহিনীর দায়িত্ব এবং কর্তব্যবোধ সম্পর্কে। অভিযোগ, সীমান্তে অপরাধমূলক কাজকর্ম দমন এবং প্রতিরোধে আদৌ তৎপর নয় সীমান্তরক্ষীরা। সীমান্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহারেও অভিযোগ উঠছে অনেক সময়। সবমিলিয়ে সীমান্তরক্ষী বাহিনীর উপরে ক্রমশই আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রশাসনেরও। এই পরিস্থিতি সামাল দিতেই এবারে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ।
এসডিপিও শান্তনু ঝা জানালেন, সীমান্ত দিয়ে গরু পাচার রুখতে ও অবৈধ অনুপ্রবেশ রুখতে এবং এলাকায় নজরদারি জোরদার করতেই পুলিশ প্রশাসনের এই উদ্যোগ। তিনি জানিয়েছেন, আশাড়ু বাজার বৈখোলা বাজার সহ অন্যান্য এলাকাতেও এই সিসি ক্যামেরা বসানো হবে। বানেশ্বরপুর বাজারে সিসি ক্যামেরা বসানোয় খুশি এলাকার বাসিন্দারা। তাঁরা মনে করছেন, সিসি ক্যামেরা বসানোর ফলে এলাকায় চোরাচালান বন্ধ হবে। শান্তিতে ঘুমোতে পারবেন তাঁরা।

Latest article