প্রতিবেদন : মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ছত্তিশগড়কে সাত উইকেট হারাল বাংলা। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালের ম্যাচে ছত্তিশগড় প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেটে তোলে ১১৮ রান। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ের দায়িত্বশীল হাফ সেঞ্চুরির সুবাদে বাংলা ১৮ বল বাকি থাকতেই তিন উইকেটে জয়ের রান তুলে নেয়।
সকাল আটটায় এই ম্যাচ শুরু হয়েছিল। ছত্তিশগড়ের ওপেনার অখিল হারবাদকর ছাড়া আর কেউ বাংলার বোলারদের দাপট সামলাতে পারেননি। তিনি ৭৩ রান করেছেন। বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ২৬ রানে দুটি উিকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন ঋত্বিক চট্টোপাধায়, আকাশদীপ, শাহবাজ আমেদ ও করণ লাল। ৫১ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ছত্তিশগড় এদিন যে চাপে পড়ে গিয়েছিল, সেখান থেকে তারা আর বেরোতে পারেনি।
আরও পড়ুন-রবীন্দ্রসদনে আজ সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন বিরোধীরা
বাংলার ইনিংসে ওপেনার অভিষেক দাস ১৭ রানে ফিরে যাওয়ার পর করণ লাল (১১) ও চারে নামা ঋদ্ধিমান সাহাও (২৪) বিশেষ সুবিধা করতে পারেননি। কিন্তু সুদীপ ৪৬ বলে ৫১ নট আউট থেকে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। কাইফ মহম্মদও নট আউট থাকেন ১২ রানে।
খেলার পর অধিনায়ক সুদীপ বলেন, ‘‘টুর্নামেন্টের শুরুটা ভাল হওয়ায় দারুণ লাগছে। দল হিসাবে আমরা ভাল খেলেছি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা সব বিভাগেই ভাল খেলেছি। আমরা একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছি। তাই এখন লক্ষ্য হল সামনের ম্যাচ।” বঙ্গ অধিনায়ক তাঁর বোলারদেরও প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘‘বোলাররা দারুণ কাজ করেছে। স্পিনাররা রান আটকেছে। এতেই কম রানে প্রতিপক্ষকে আটকে রাখা গিয়েছে।”