চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে লিভারপুল, হোঁচট খেল মেসিহীন পিএসজি

Must read

লিভারপুল, ৪ নভেম্বর : চ্যাম্পিয়ন্স লিগের আসরে অশ্বমেধের ঘোড়ার মতোই দৌড়চ্ছে জুরগেন ক্লপের লিভারপুল। বুধবার রাতে নিজেদের ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-০ গোলে হারিয়েছেন মহম্মদ সালাহরা। এর ফলে টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলল ক্লপের দল।
ম্যাচের ১৩ মিনিটেই দিয়েগো জোতার করা গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। ৩৬ মিনিটে মানেকে জঘন্য ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর ব্রাজিলীয় ডিফেন্ডার ফিলিপে।

আরও পড়ুন-মুস্তাকের প্রথম ম্যাচে সহজ জয় বাংলার

১০ জনে হয়ে যাওয়ার পর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাটলেটিকো।
চ্যাম্পিয়ন্স লিগের অন্য একটি ম্যাচে পিএসজি ২-২ ড্র করেছে জার্মান ক্লাব লিপজিগের বিরুদ্ধে। চোটের জন্য লিওনেল মেসি এই ম্যাচে ছিলেন না। তাঁর অনুপস্থিতিতে দলকে জেতাতে ব্যর্থ নেইমার-এমবাপেরা। অ্যাওয়ে ম্যাচের ৮ মিনিটেই পিছিয়ে পড়েছিল পিএসিজ। লিপজিগের হয়ে গোল করেন পিএসজিরই প্রাক্তনী ক্রিস্টোফার এনকুনকু। যদিও ২১ মিনিটেই গোল করে পিএসজিকে সমতায় ফিরিয়ে এনেছিলেন ডাচ মিডফিল্ডার জর্জিনো ভাইনালডম। বিরতির মিনিট পাঁচেক আগে ফের ভাইনালডামের করা গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পিএসজি। কিন্তু ম্যাচের ইঞ্জুরি টাইমে (৯২ মিনিট) পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে নিশ্চিত জয় থেকে বঞ্চিত করেন ডমিনিক জবোস্লাই।

আরও পড়ুন-রবীন্দ্রসদনে আজ সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছে গেলেন বিরোধীরা

এই গ্রুপের অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটি ৪-১ গোল বিধ্বস্ত করেছে ক্লাব ব্রুগেকে। ম্যান সিটির হয়ে গোল করেন ফিল ফডেন, রিয়াদ মাহরেজ, রাহিম স্ট্যার্লিং এবং গ্যাব্রিয়েল জেসুস। ব্রুগের একমাত্র গোলটি আত্মঘাতী।

Latest article