মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারদায় একটি আতশবাজি (Crackers) কারখানায় (Factory) আগুন লেগে যায়। ঘটনার সময় প্রায় ১৫০ জন শ্রমিক ভিতরে ছিলেন। জানা যাচ্ছে ঘটনার ফলে ১১জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে । স্বাভাবিকভাবেই আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই মর্মে এক আধিকারিক জানিয়েছেন, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নর্মদাপুরম জেলার পাশে সেওনি মালওয়া এলাকার বাসিন্দারাও সেই কম্পন অনুভব করেন।
আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোয় অবশেষে আলো জ্বলল গঙ্গার নীচে
সূত্রের খবর, বিস্ফোরণের ফলে আশেপাশের ষাটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারখানায় একটি নয় পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের ফলে কর্তৃপক্ষ ১০০টিরও বেশি বাড়ি খালি করে দিয়েছে। একাধিক গাড়িও আগুনে পুড়ে গেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স-এর একটি পোস্টে লিখেছেন, ‘মন্ত্রী উদয়প্রতাপ সিং এবং উচ্চপদস্থ আধিকারিকরা হারদার পথে রয়েছেন। ভোপাল ও ইন্দোরের মেডিকেল কলেজগুলিকে পুড়ে যাওয়া রোগীদের জন্য প্রস্তুতি থাকতে বলা হয়েছে। ঘটনাস্থলে আরও দমকলের ইঞ্জিন পাঠানো হচ্ছে।’
আরও পড়ুন-বাজেট বক্তৃতায় অনুত্তরিত অথচ জরুরি কিছু জিজ্ঞাসা
জেলাশাসক ঋষি গর্গ এই মর্মে বলেন, ‘উদ্ধার অভিযান চলছে। আমরা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডেকেছি। আহতদের জেলা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে এবং গুরুতর আহত রোগীদের ভোপাল ও ইন্দোরে স্থানান্তরিত করা হচ্ছে।’
আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোয় অবশেষে আলো জ্বলল গঙ্গার নীচে
এই অবস্থায় নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ ঘটনার একটি ভিডিও ফুটেজ থেকে ছবি শেয়ার করে বিজেপিকে নিশানা করে লেখেন, ‘কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো?’
কী বিজেপি, জঙ্গিদের কারখানার পেছনে কারা খুঁজতে এবার সিবিআই, এনআইএ তদন্ত হবে তো? pic.twitter.com/UpeS7GCCbK
— Kunal Ghosh (@KunalGhoshAgain) February 6, 2024